এবার নদিয়া জেলার অন্তর্গত ভাজনঘাট উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষিকা বর্ণালী বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন মাধ্যমিকে ভূগোল বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ কিছু টিপস। ভূগোলে ভাল নম্বর পেতে ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তের টিপস দিলেন ভাজনঘাট উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষিকা বর্ণালী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনায় এই বিষয়গুলি খেয়াল রাখলেই মিলবে পুরো নম্বর
advertisement
তিনি জানিয়েছেন, পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পেয়ে খুব ভাল করে সেটি পড়তে হবে। ভাল নম্বর পাওয়ার জন্য বইটি খুব ভাল ভাবে পড়ার পরামর্শ দিচ্ছেন তিনি। এছাড়াও একাধিক বিষয় সম্পর্কে তিনি বললেন যার ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন
বিগত বছরে করোনার কারণে বেশ কিছু অধ্যায় বাদ পড়েছিল সেই অধ্যায়গুলি এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলোর উপরেও নজর দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের জন্য বরাবরই নদিয়া জেলার বেশ কিছু স্কুল থাকে প্রথম সারিতে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হবে না বলে আশা রাখছেন স্কুলের শিক্ষকরা। ভাজনঘাট উচ্চ বিদ্যালয়-এর ভূগোল বিভাগের শিক্ষিকা বর্ণালী বন্দ্যোপাধ্যায়ের এই টিপস ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট কার্যকরী হবে বলে আশা করছে সকলেই।
মৈনাক দেবনাথ