Madhyamik 2023: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনায় এই বিষয়গুলি খেয়াল রাখলেই মিলবে পুরো নম্বর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhyamik 2023: প্রথমেই বলে রাখা ভাল যে রচনা লেখার সময় মনে রাখতে হবে যে পরীক্ষক ছাত্রের দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে থাকেন।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা তাঁদেরই একজন বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য খুব সহজেই বলে দিলেন ঠিক কী ভাবে বাংলা পরীক্ষায় রপ্ত করতে হবে নির্মিতির অংশ অর্থাৎ রাইটিং সেকশন।
নির্মিতির মধ্যে সবচেয়ে বড় রচনা। প্রথমেই বলে রাখা ভাল যে রচনা লেখার সময় মনে রাখতে হবে যে পরীক্ষক ছাত্রের দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে থাকেন। অর্থাৎ গতানুগতিক মুখস্থ করে গিয়ে রচনা লিখলে সমস্যায় পড়তে হবে। একটু নিজস্বতা এবং মৌলিকতা বাঞ্ছনীয়। প্রবন্ধ কথার অর্থ "প্রকৃষ্ঠ রূপে বন্ধন " এই বন্ধন তথ্যের, তত্ত্বের, ভাবের এবং যুক্তির বন্ধন।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন
সুন্দর করে পয়েন্টসের পর পয়েন্টস দিয়ে নিজস্বতা বজায় রেখে লিখে যেতে হবে। রচনা শুরুর আগে একটু উদ্ধৃতি দিয়ে শুরু করতে হবে। তারপর ধীরে ধীরে লেখার ভিতরে প্রবেশ করতে হবে। এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক অমল আচার্য্য।
advertisement
1) রচনা নির্মিতির সবচেয়ে বড় অংশ।
2) রচনা লেখার সময় নিজস্বতা ও মৌলিকতা বজায় রেখে লিখতে হবে।
3) প্রবন্ধ মানে "প্রকৃষ্ট রূপে বন্ধন" এবং এ বন্ধন তথ্য, যুক্ত, তত্ত্ব এবং ভাবের বন্ধন।
4) উদ্বৃতি দিয়ে রচনা শুরু করতে হবে।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 6:38 PM IST