মাধ্যমিকে রাজ্যে অষ্টম অনির্বাণ দেবনাথ জানান, “পরীক্ষায় বসার পর থেকেই চাপা একটা উত্তেজনা কাজ করছিল মনের ভিতর। তবে ভাল নম্বর পাওয়ার একটা আশা ছিল। এদিন প্রথমে অনলাইনে রেজাল্ট দেখেন তিনি। রেজাল্ট পেয়েই আনন্দিত হন পরিবারের সকলে। আগামীদিনে তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চান।” মাধ্যমিকে রাজ্যে নবম দেবাঙ্কন দাস জানান, “এখনও অনেকটা পথচলা বাকি। আগামিদিনে আরও ভাল রেজাল্ট করতে এই সাফল্য অনেকটাই সাহস যোগাবে। আগামীতে ইঞ্জিনিয়ার হতে চাই। “
advertisement
তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজতকান্তি দেবনাথ জানান, আগামীতে দুই ছাত্রের আরও অনেক সফলতা কামনা করি। তাঁরা। এভাবেই স্কুলের নাম উজ্জ্বল হয়ে উঠুক। আগামীর পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু টিপস দেন জেলার দুই কৃতী। তাঁরা দু’জনেই জানান, “বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার চাইতে পড়া সম্পূর্ণ করার জন্য পড়া বেশি ভাল। শেষের দিকে নয়, শুরু থেকেই পড়ায় মন দিতে হবে। তবেই সাফল্য পাওয়া সম্ভব।”
চলতি বছরে রাজ্যের মেধাতালিকায় কোচবিহার জেলার দুজন কৃতী ছাত্র তুফানগঞ্জ মহকুমা এলাকার বাসিন্দা। ফলে স্বভাবতই তুফানগঞ্জ মহকুমা এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা।
Sarthak Pandit