RIICO Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
RIICO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
RIICO Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ডেপুটি ম্যানেজার (ID/Tech.): ৮টি পদ
প্রোগ্রামার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট সাইট ইঞ্জিনিয়ার (সিভিল): ৪৯টি পদ
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার গ্রেড-২: ২৩টি পদ
জুনিয়র লিগাল অফিসার: ১৬টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (পাওয়ার): ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার: ২টি পদ
স্টেনোগ্রাফার: ১৯টি পদ
ড্রটসম্যান কাম ট্রেসার (সিভিল): ১৫টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৮০টি পদ
RIICO Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ট্রেডে ৬০% নম্বর সহ গ্যাজুয়েট হতে হবে।
RIICO Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রাজস্থান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড (RIICO)
পদের নাম: ম্যানেজার, ইঞ্জিনিয়ার, অফিসার ইত্যাদি
শূন্যপদের সংখ্যা: ২১৭
কাজের স্থান: রাজস্থান
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ১৭.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৩.১১.২০২১
RIICO Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবের এই অ্যাপ্লিকেশন আইডিতে A1 (8) 378/2020 ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্রের লিঙ্কে ক্লিক করে প্রথমে নাম রেজিস্ট্রেশন ও তার পর আবেদনপত্রটি পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।
RIICO Recruitment 2021: নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের মুলত ৪৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।