PM Kisan: ২০০০ টাকার বদলে মিলবে ৪০০০ টাকা, দেখে নিন এর জন্য কী করতে হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন-
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) দশম কিস্তির টাকার ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বলে অনুমান করা হচ্ছে ৷ বলা হচ্ছে এবারের কিস্তিতে (PM KISAN Installment) দ্বিগুণ টাকা আসতে পারে ৷ অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ২০০০ টাকার বদলে ট্রান্সফার করা হতে পারে ৪০০০ টাকা ৷ তবে এখনও পর্যন্ত মোদি সরকারের তরফে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
এই সুবিধা নেওয়ার জন্য প্রথমে পিএম কিষান সম্মান নিধি যোজনায় নিজেদের রেজিস্ট্রেশন (PM KISAN Registration) করাতে হবে ৷ আপনি এখনও এই স্কিমে নিজের নাম নথিভুক্ত না করিয়ে থাকলে আপনার কাছে ৩১ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে ৷
advertisement
৩১ অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করালে পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷ কারণ পরপর দুটি কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ করা হলে নভেম্বরে (অগাস্ট-নভেম্বরের কিস্তির টাকা) ২০০০ টাকা পেয়ে যাবেন ৷ আর এরপরে ডিসেম্বরের কিস্তির ২০০০ টাকা পেয়ে যাবেন ৷
advertisement
বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
- অ্যাপ ওপেন করে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
- রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড দিতে হবে
- ফর্ম ফিলআপের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই পিএম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে
- কোনও রকমের প্রশ্ন থাকলে পিএম কিষান হেল্পলাইন নম্বর 155261 / 011-24300606 ব্যবহার করতে পারবেন
advertisement
রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
চাষের জমির কাগজ, আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র এবং পাসপোর্ট সাইজ ছবি ৷
কোন কোন মাসে পিএম কিষানের টাকা ট্রান্সফার করা হয় ?
প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর ও মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 22, 2021 2:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ২০০০ টাকার বদলে মিলবে ৪০০০ টাকা, দেখে নিন এর জন্য কী করতে হবে ?










