Central University of Rajasthan Recruitment 2021: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে।
#জয়পুর: সম্প্রতি রাজস্থান সেন্ট্রাল ইউনিভার্সিটির (Central University of Rajasthan) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে curaj.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Central University of Rajasthan Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। সময়সীমায় কোনও প্রকার বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Central University of Rajasthan Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রফেসর- হিন্দি: ১টি পদ
প্রফেসা- এডুকেশন: ১টি পদ
প্রফেসর- এডুকেশন: ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- অ্যাটমোসফিয়ারিক সায়েন্স: ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- কম্পিউটার সায়েন্স: ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- এনভায়রমেন্টাল সায়েন্স: ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- এডুকেশন: ১টি পদ
advertisement
অ্যাসোসিয়েট প্রফেসর- এডুকেশন
Central University of Rajasthan Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রফেসার- প্রার্থীদের নির্দিষ্ট ডিসিপ্লিনে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও উচ্চমানের, যথাযথ ও প্রমাণিত গবেষণামূলক প্রকাশিত কাজ থাকতে হবে। ১০টি ইউজিসি-লিস্টেড (UGC-listed) বা পিয়ার-রিভিউড (peer-reviewed) জার্নালে পেপার প্রকাশ করতে হবে। প্রার্থীদের ইউজিসি রেগুলেশনস, ২০১৮, অ্যাপেন্ডিক্স-২, টেবিল-২ অনুযায়ী মোট ১২০ নম্বরের স্কোর থাকতে হবে।
advertisement
প্রার্থীদের কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। অথবা, উচ্চমেধা সম্পন্ন যে সকল প্রার্থীরা ইন্ডাস্ট্রি বা রিসার্চ ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা দেখিয়েছেন তারাও আবেদনের যোগ্য।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রাজস্থান সেন্ট্রাল ইউনিভার্সিটি (CURAJ)
পদের নাম: প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর
advertisement
শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের স্থান: রাজস্থান
কাজের ধরন: স্থায়ী কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি ডিগ্রি ও ১০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.১০.২০২১
আগ্রহী প্রার্থীরা সরাসরি এই ওয়েবসাইটে curaj.ac.in গিয়ে সম্পুর্ণ নোটিফিকেশনটি পড়ে দেখতে পারেন।
view commentsLocation :
First Published :
October 22, 2021 3:22 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Central University of Rajasthan Recruitment 2021: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?