তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত এক কাজের সুযোগ। মোটা অঙ্কের বেতন। কাজের অভিজ্ঞতা থাকলে গবেষণা সংক্রান্ত এই কাজের জন্য এখনই আবেদন জানান। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য।
advertisement
ইতিমধ্যে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর।
আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র জীব বিদ্যার যেকোনও বিষয়ে স্নাতকোত্তর এবং পাঁচ বছরের ল্যাবরেটরিতে গবেষণার অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন। স্বল্প সময়ের চুক্তিভিত্তিক গবেষক নিয়োগ করবে আইআইটি।
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় Harnessing the Drug Repurposing potential of LipoNor (Liposomal Norclomipramine) as a promising anti-leishmanial(DPL) এই বিষয়ে প্রজেক্ট রিসার্জ সাইন্টিস্ট গ্রেড ওয়ান নিয়োগ করবে আইআইটি। গবেষণা সংক্রান্ত এই কাজের জন্য মোট একজন কর্মীকে নিয়োগ করবে ভারতের এই প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট শূন্য পদের সংখ্যা একটি। প্রতিমাসে নিযুক্ত ব্যক্তিকে ৫৬ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে, আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মুল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১১ জুলাই ২০২৫।
রঞ্জন চন্দ