সায়ন্তন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের মঠ চন্ডিপুরের বাসিন্দা। মেধাবী ছাত্র সায়ন্তন ছোটবেলা থেকেই মহিষাদলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। ছোটবেলা থেকেই পড়াশোনায় বরাবরের ভাল। ভবিষ্যতে সায়ন্তনের লক্ষ্য রয়েছে চিকিৎসক হওয়ার।
আরও পড়ুন: সারা বছর না, পরীক্ষার আগে সারা রাত পড়া! ৯৯.৭৫% পেয়ে দেশে প্রথম কলকাতার মান্যা
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা দীক্ষায় বরাবরের এগিয়ে তা আরেকবার প্রমাণ করল চন্ডিপুরের ছেলে সায়ন্তন। সায়ন্তনের বাবা শান্তনু নন্দ, নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যাপক এবং মা সোনা নন্দ স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের অধ্যক্ষ। সায়ন্তন নার্সারি -২ থেকে মহিষাদলে অ্যাপেক্স অ্যাকাডেমিতে পড়াশোনা করত। আগামীদিনে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় সায়ন্তন। প্রিয় খেলা ক্রিকেট ও ব্যাডমিন্টন।
আরও পড়ুন: আইএসসিতে বাংলার জয়জয়কার, আইন নিয়ে পড়তে চান দেশে প্রথম শিলিগুড়ির শুভম আগরওয়াল
বরাবরের এই মনোযোগী ছাত্রটি পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা থেকে, দিনের বাংলা গান থেকে আধুনিক গান শুনতে বেশি পছন্দ করেন। পাঠ্য বইয়ের গল্পের বইয়ের প্রতিও তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে পরীক্ষার সময় সব কিছু ভুলে পরীক্ষাতে মনোযোগ দিয়েছিলেন। সায়ন্তন জানান, ভাল ফল তিনি আশা করেছিলেন। কিন্তু পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় স্থান পাবে এতটা আশা করেননি। তাঁর এই ফলাফলের খুশি বাবা-মা সহ আত্মীয়-স্বজন এমনকী সায়ন্তনের এই ধরনের ফলাফলে ভীষণ খুশি পরিবার থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা।
মহিষাদলের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মোট আইসিএসই পরীক্ষা মোট ৯৬ জন দিয়েছিল। তার মধ্যে ৯৫ জন উত্তীর্ণ হয়েছে। অ্যাকাডেমির প্রিন্সিপাল নয়নতারা রায় জানান, ‘সায়ন্তন পড়াশোনায় খুব ভাল ছেলে। আমরা আশা করেছিলাম আমাদের অ্যাকাডেমির কয়েকজন ভাল ফল করবে। সায়ন্তনের এই ধরনের ফলাফলে আমরা ভীষণ খুশি।’
সৈকত শী