ICSE Board Result 2023: আইএসসিতে বাংলার জয়জয়কার, আইন নিয়ে পড়তে চান দেশে প্রথম শিলিগুড়ির শুভম আগরওয়াল

Last Updated:

গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম কুমার আগরওয়াল। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ।

প্রকাশিত হল আইসিএসই  দশম ও দ্বাদশ শ্রেণির ফল। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। গোটা বাংলায় উত্তরের জয়জয়কার৷ গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম কুমার আগরওয়াল। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যা গুপ্তারও প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷
শিলিগুড়ি গোশালা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা শুভম। বন্ধুদের ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই হয়নি। কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ শুভম জানিয়েছেন, ভেবেছিলাম ভাল হবে। কিন্তু এতটা ভাল হবে বুঝতে পারিনি।
advertisement
আরও পড়ুন: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভক্ত শুভম। বাবা ব্যবসায়ী। মা গৃহবধূ।  আইন নিয়ে পড়তে চায় শুভম৷
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
অন্যদিকে অষ্টম শ্রেণি থেকেই সাইকোলজি নিয়ে পড়ার স্বপ্ন মান্যার। এবার সাইকোলজি পড়তে বিদেশে যাওয়ার ইচ্ছে তাঁর। নিউ গড়িয়ার বাসিন্দা মান্যার বাড়িতে রয়েছে মা। বাবা ও বোন আপাতত দিল্লিতে রয়েছেন। রবিবার রেজাল্ট বের হওয়ার পর থেকে আবেগ আর ধরে রাখতে পারছে না গোটা পরিবার। মুহূর্তের মধ্যে গোটা জীবনটাই যেন পাল্টে গিয়েছে মান্যার। তাঁর কথায়, ‘রেজাল্টের পর থেকে বন্ধুরা এসেছে বাড়িতে। কিন্তু আমি টপার, বসে বসে ইন্টারভিউ দিচ্ছি। অন্যরমক লাগছে’ আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Board Result 2023: আইএসসিতে বাংলার জয়জয়কার, আইন নিয়ে পড়তে চান দেশে প্রথম শিলিগুড়ির শুভম আগরওয়াল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement