সন্দেশখালির রাজবাড়ি এলাকার ছোট্ট এক ঘরে বসবাস। বাবা রত্নাকর মাইতির রাজবাড়ি বাজারে ছোট্ট একটি মুড়ি ঘুগনির দোকান রয়েছে। আর তা দিয়েই নিজের সামান্য উপার্জনে কোনওরকমে দুই মেয়ে এক ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ বাড়িতে লাগান এই ৪ গাছ, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, কারও কুনজর পড়বে না
advertisement
আরও পড়ুনঃ প্রেমের টানে তারকাঁটা টপকে ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে! মুক্তির পর কী করলেন যুবক? জানুন…
এ বছর উচ্চমাধ্যমিকে আগারহাটি গৌরহরি বিদ্যাপীঠ (উঃ মাঃ) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুমনা। সুমনার প্রাপ্ত নম্বর ৪৬৩। যার মধ্যে ইংরেজিতে ৯৫, রাষ্ট্রবিজ্ঞানে ৯৫, ইতিহাস ও ভূগোল দুটি বিষয়েই ৯৩ করে নম্বর তুলেছে। ছোট থেকেই ইংরেজি সুমনার পছন্দের বিষয়। পরবর্তীতে ইংরেজি নিয়ে পড়াশোনা করে সে প্রফেসর হতে চায়। কিন্তু বাদ সাধছে আর্থিক অবস্থা। চোখ মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক অনটন কাটিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারবে সে! যা নিয়ে এক চাপা উৎকন্ঠায় সুমনা ও পরিবারের।
জুলফিকার মোল্যা