Bangla News|| প্রেমের টানে তারকাঁটা টপকে ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে! মুক্তির পর কী করলেন যুবক? জানুন...

Last Updated:

Bangla News: প্রথমে ভুল নম্বরে মিস্‌ড কল থেকে প্রেম। আর তারপরেই প্রেমিকার আবদার মেটাতে বৈধ কাগজপত্র ছাড়াই বছর তিনেক আগে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিল ভারতীয় যুবক। 

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদঃ প্রথমে ভুল নম্বরে মিস্‌ড কল থেকে প্রেম। আর তারপরেই প্রেমিকার আবদার মেটাতে বৈধ কাগজপত্র ছাড়াই বছর তিনেক আগে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিলেন ভারতীয় যুবক। প্রেমিকার সঙ্গে দেখা করে ফেরার পথে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হতে হয় তাঁকে।
অনুপ্রবেশের অভিযোগে ওই যুবকের তিন বছর কাটে বাংলাদেশের জেলে। সেই সময় অনেক চেষ্টা করেও সাড়া দেননি প্রেমিকা। তিন বছর পর অবশেষে ভারত-বাংলাদেশ হাইকমিশন পর্যায়ের বৈঠকের মাধ্যমে গেদে-দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে ফিরলেন মুর্শিদাবাদের জলঙ্গির যুবক আমফান শেখ। আমফান ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে লাগান এই ৪ গাছ, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, কারও কুনজর পড়বে না
আমফান জানিয়েছেন, আমি প্রেমিকার সঙ্গে দেখা করে ফেরার পথেই তিনজন যুবক বিজিবির হাতে তুলে দেয় আমাকে। তিনবছর হাজতবাস করে বাড়ি ফিরে এসে আবার বাবার সঙ্গে কাজে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির সরকার পাড়ার বাসিন্দা আমফান। তিনি একটি ছোট মোবাইল রিচার্জের দোকান চালাতেন।
advertisement
আরও পড়ুনঃ জামাইষষ্ঠী করে সন্ধ্যায় ফিরেছিল! বাড়ি ফিরে এ কী করল ‌যুবক! হতবাক গোটা পরিবার
২০২০ সালের জুন মাসে ফেসবুকে সমাজ মাধ্যমের সূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুণ্ডির এক তরুণীর। সেই পরিচয় থেকে তৈরি হয় দু’জনের প্রেমের সম্পর্ক। মাস তিনেক প্রেমপর্ব চলার পর আমফানকে বাংলাদেশে যেতে জোরাজুরি করে তরুণী। আর সেই আবদার মেটাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর দৌলতপুর সীমান্ত পেরিয়ে কুষ্টিয়া যান আমফান।
advertisement
কিন্তু প্রেমে বিধি বাম। চার বাংলাদেশী আমফানকে আটক করে তুলে দেয় বিজিবির হাতে। বিজিবি আমফানকে গ্রেফতার করে। অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আমফানকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। অবশেষে বিজিবি ভারতীয় বিএসএফের হাতে তুলে দেয়। পরিশেষে বাড়ি ফিরে আসে পরিবারের। পরিবারে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা ।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| প্রেমের টানে তারকাঁটা টপকে ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে! মুক্তির পর কী করলেন যুবক? জানুন...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement