Vastu Tips 2023|| বাড়িতে লাগান এই ৪ গাছ, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, কারও কুনজর পড়বে না

Last Updated:
Vastu Shastra Tips 2023: অনেক সময় দেখা যায় কোনও কারণ ছাড়াই পরিবারে নিত্য অশান্তি লেগে রয়েছে। কখনও কখনও আবার সব কাজ মিটলেও সাফল্য আসে না, বা দুয়ারে সাফল্য এসে থমকে যায়। তারা এই ৪ গাছ লাগাতে পারে।
1/8
*বাড়িতে সামান্য জায়গা থাকলেই গাছ লাগিয়ে ফেলেন অনেকেই। বাগান তৈরি করা বহু মানুষেরই পছন্দের বিষয়। ছাদেও অনেকে বাগান বানিয়ে ফেলেন শখ পূরণের জন্য। গাছপ্রেমীরা বাড়ির ছাদ, বারান্দা কোথাও একটু জায়গা পেলেও গাছ লাগিয়ে দেন। ফাইল ছবি। 
*বাড়িতে সামান্য জায়গা থাকলেই গাছ লাগিয়ে ফেলেন অনেকেই। বাগান তৈরি করা বহু মানুষেরই পছন্দের বিষয়। ছাদেও অনেকে বাগান বানিয়ে ফেলেন শখ পূরণের জন্য। গাছপ্রেমীরা বাড়ির ছাদ, বারান্দা কোথাও একটু জায়গা পেলেও গাছ লাগিয়ে দেন। ফাইল ছবি। 
advertisement
2/8
*মনোবিদেরা বলেন, গাছের পরিচর্যা বা গাছ লাগানোর শখ মানসিক অবসাদ দূর করে। তবে কী গাছ লাগাবেন, কী গাছ লাগাবেন না, তা অনেকেই জানেন না। বাস্তু মতে, কিছু গাছ আছে যারা পরিবারকে প্রতিবেশীর কুনজর থেকে রক্ষা করে। ফাইল ছবি। 
*মনোবিদেরা বলেন, গাছের পরিচর্যা বা গাছ লাগানোর শখ মানসিক অবসাদ দূর করে। তবে কী গাছ লাগাবেন, কী গাছ লাগাবেন না, তা অনেকেই জানেন না। বাস্তু মতে, কিছু গাছ আছে যারা পরিবারকে প্রতিবেশীর কুনজর থেকে রক্ষা করে। ফাইল ছবি। 
advertisement
3/8
*অনেক সময় দেখা যায় কোনও কারণ ছাড়াই পরিবারে নিত্য অশান্তি লেগে রয়েছে। কখনও কখনও আবার সব কাজ মিটলেও সাফল্য আসে না, বা দুয়ারে সাফল্য এসে থমকে যায়। তারা এই ৪ গাছ লাগাতে পারে। ফাইল ছবি। 
*অনেক সময় দেখা যায় কোনও কারণ ছাড়াই পরিবারে নিত্য অশান্তি লেগে রয়েছে। কখনও কখনও আবার সব কাজ মিটলেও সাফল্য আসে না, বা দুয়ারে সাফল্য এসে থমকে যায়। তারা এই ৪ গাছ লাগাতে পারে। ফাইল ছবি। 
advertisement
4/8
*এই ৪ গাছ প্রতিবেশীদের কুনজর থেকে নাকি সংসার এবং পরিবারের সদস্যদের রক্ষা করে। সংসারে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বজায় রাখে। ফাইল ছবি। 
*এই ৪ গাছ প্রতিবেশীদের কুনজর থেকে নাকি সংসার এবং পরিবারের সদস্যদের রক্ষা করে। সংসারে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বজায় রাখে। ফাইল ছবি। 
advertisement
5/8
*মানিপ্ল্যান্ট: মানিপ্লান্ট প্রায় সকলেই বাড়িই থাকে। কেউ শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছ লাগান। কেউ আবার বাস্তুশাস্ত্রে বিশ্বাস করে ঘরে এই গাছ রাখেন, যাতে অর্থের অভাব না হয়। মানিপ্ল্যান্ট শত্রুর দমন করে। এই গাছ নেগেটিভ এনার্জি দূর করে পজেটিভ এনার্জি বয়ে আনে। ফাইল ছবি। 
*মানিপ্ল্যান্ট: মানিপ্লান্ট প্রায় সকলেই বাড়িই থাকে। কেউ শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছ লাগান। কেউ আবার বাস্তুশাস্ত্রে বিশ্বাস করে ঘরে এই গাছ রাখেন, যাতে অর্থের অভাব না হয়। মানিপ্ল্যান্ট শত্রুর দমন করে। এই গাছ নেগেটিভ এনার্জি দূর করে পজেটিভ এনার্জি বয়ে আনে। ফাইল ছবি। 
advertisement
6/8
*জুঁই: জুঁইয়ের গন্ধ মন ভাল করে। অনেকের বাড়িতেই এই গাছ লাগান। জুঁইয়ের গন্ধের জন্য অনেকে এই গাছ লাগালেও বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ি রক্ষা করে। ফাইল ছবি। 
*জুঁই: জুঁইয়ের গন্ধ মন ভাল করে। অনেকের বাড়িতেই এই গাছ লাগান। জুঁইয়ের গন্ধের জন্য অনেকে এই গাছ লাগালেও বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ি রক্ষা করে। ফাইল ছবি। 
advertisement
7/8
*বেল ফুল: বেল ফুলও সুগন্ধ ছড়ায়, মন ভাল রাখে। তবে এই গাছের বাস্তুগুণ অনেক। প্রতিবেশীদের কুনজর থেকে রক্ষা করে বেল ফুলের গাছ, শুধু লাগাতে হবে বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হয়। ফাইল ছবি। 
*বেল ফুল: বেল ফুলও সুগন্ধ ছড়ায়, মন ভাল রাখে। তবে এই গাছের বাস্তুগুণ অনেক। প্রতিবেশীদের কুনজর থেকে রক্ষা করে বেল ফুলের গাছ, শুধু লাগাতে হবে বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হয়। ফাইল ছবি। 
advertisement
8/8
*তুলসী: তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। তুলসীকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে তুলসী গাছ থাকলে তা পরিবার কে রক্ষা করে। ফাইল ছবি।
*তুলসী: তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। তুলসীকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে তুলসী গাছ থাকলে তা পরিবার কে রক্ষা করে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement