TRENDING:

Jalpaiguri Government Engineering College: বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি! জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন কর্মসংস্থান সুযোগ

Last Updated:

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মসংস্থানের নতুন দিশা! দারুন সুখবর ছাত্রছাত্রীদের জন্যে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে ফের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মসংস্থানের নতুন দিশা! দারুন সুখবর ছাত্রছাত্রীদের জন্যে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে ফের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
advertisement

আরও পড়ুনঃ সন্তান পাটকাঠির মতো রোগা? বাচ্চার ওজন হবে ’পারফেক্ট’! সন্তানের পাতে দিন এই ৫ খাবার! টেক্কা দেবে ক্লাসের সবাইকে!

সম্প্রতি, কলেজটি জামশেদপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (NIT) সঙ্গে একটি চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এরই ধারাবাহিকতায় এবার কলকাতা ও বেঙ্গালুরুর দুটি বেসরকারি শিল্প ও আইটি সংস্থার সঙ্গে নতুন করে চুক্তি করেছে, যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবে। এই চুক্তির ফলে কলেজের ছাত্র-ছাত্রীরা উক্ত সংস্থাগুলিতে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

advertisement

কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “প্রতি বছর অন্তত ৪০ জন করে ছাত্র-ছাত্রীদের এই দুই শিল্প প্রতিষ্ঠানে পাঠানো হবে, যেখানে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের দিশাও খুঁজে পাবেন।” তিনি আরও জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব শিল্পজগতের সঙ্গে পরিচিত করিয়ে দেবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুধু প্রশিক্ষণের সুযোগই নয়, কলেজের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রেও উৎসাহ প্রদান করা হচ্ছে। এদিন কলেজে ৬০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে শিল্প সংস্থাগুলির সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ গরমে এই ৩টি রস অমৃতের চেয়ে কম নয়! প্রচণ্ড রোদ-তাপ থেকে তাৎক্ষণিক মিলবে স্বস্তি! স্কুল-কলেজ-অফিসে নিয়ে যান রোজ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এই পদক্ষেপ প্রযুক্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং শিল্পের সঙ্গে শিক্ষাক্ষেত্রের সংযোগ আরও মজবুত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এতে শিক্ষার্থীরা যেমন নতুন দক্ষতা অর্জন করবেন, তেমনই প্রযুক্তি খাতেও দক্ষ কর্মী সরবরাহ করা সম্ভব হবে।সুরজিৎ দে

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jalpaiguri Government Engineering College: বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি! জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন কর্মসংস্থান সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল