শিক্ষকের কথায়, "মাধ্যমিক যদি ছোট্ট পুকুর হয় তাহলে উচ্চমাধ্যমিক সাগর। আমরা সবাই এই কথাটা একবার না একবার শুনেছি। মাধ্যমিকের সিলেবাসের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিমাণ অনেকটাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও সেই কারণে ছাত্রছাত্রীদের কাছে সামান্য কঠিন হয়।'' এক্ষেত্রে সরাসরি ছাত্রছাত্রীদের উদ্দেশs বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক গণেশ ভাণ্ডারী কী কী বলছেন?
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে বায়োলজিতে অপেরণ নিয়ে প্রশ্ন এলে কীভাবে লিখবেন? জেনে নিন সহজ টিপস!
আরও পড়ুন: অঙ্ক কী কঠিন! না আর নয়, এবার আপনার হাতে উচ্চ মাধ্যমিকে অঙ্কের শেষ মুহূর্তের সাজেশন
১) ডিএনএ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন থেকে ৫ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে।
২) এছাড়াও বিভিন্ন প্রকার RNA-এর নামও লিখতে দিতে পারে সঙ্গে কার্যকারিতা। এক্ষেত্রে মূলত তিন প্রকার আরএনএ-র নাম লিখলেই যথেষ্ট যেমন রাইবোজোনাল আরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ।
৩) অপর একটি জটিল প্রশ্ন আসতে পারে সেটি হল তিন প্রকার আরএনএ-র প্রোটিন সিন্থেসিসে ভূমিকা।
৪) রাইবোজোমাল আরএনএ-র কাজ হল রাইবোজোম তৈরি করা এবং এই রাইবোজোম প্রোটিন সিন্থেসিসে সাহায্য করে।
৫) এছাড়াও বাকি আরএনএ-র কার্যকারিতা সময় মতো প্রস্তুত করে নিতে হবে।
Nilanjan Banerjee