আসন্ন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হল ৫ নম্বরের ডায়াগ্রাম অঙ্কন। আর সেই ডায়াগ্রাম এঁকে পরীক্ষকের থেকে কী ভাবে পুরো ৫ নম্বর পাওয়া যাবে সেই পদ্ধতি বলে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারী।
আরও পড়ুন- মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল
advertisement
প্রথমত সমগ্র পৃষ্ঠায় স্পষ্ট করে ডায়াগ্রাম আঁকতে হবে, যাতে ডায়াগ্রামের কোন অংশ ছোট বা বড় না হয়ে যায়।
ডায়াগ্রামটি প্র্যাক্টিস করে যেতে হবে। যত গুলি গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম আছে সে গুলি প্র্যাক্টিস করে যেতে হবে।
আরও পড়ুন- ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস
ডায়াগ্রাম সব সময় ডিপ শেডের পেন্সিলের সাহায্যে আঁকতে হবে।
লেবেলিং করার সময় একটা সাইডে করে করতে হবে যাতে পরীক্ষকের বুঝতে কোন অসুবিধা না হয়।
লেবেলিং হালকা শেডের পেন্সিল দিয়ে করতে হবে।
Nilanjan Banerjee