অন্যদিকে, ব্ল্যাক বাক ডিয়ার বা কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ারের পর এ বার বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে পশুরাজ সিংহ-সহ জেব্রা, জিরাফ ও হিপোপটেমাস বা জলহস্তি। ওই নতুন অতিথিদের আনার কথা জানিয়েছেন খোদ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, উত্তরে পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি করতে নতুন কিছু পরিকল্পনা রয়েছে। সুদূর ইউরোপ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় যে একজোড়া সাইবেরিয়ান টাইগার নিয়ে আসা হবে, তা প্রাণী বিনিময় প্রোগ্রামের মাধ্যমেই নিয়ে আসা হবে।
advertisement
দার্জিলিং খবর | Darjeeling News
আরও পড়ুনঃ ফুঁসে উঠবে সমুদ্র, আজ বিকেলেও জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি
এ দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ককে আরও আকর্ষিত করা হবে ৷ ইউরোপ থেকে সাইবেরিয়ান টাইগার দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে। সেজন্য কেন্দ্রীয় বনমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমোদন মিলেছে। বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে আগে সিংহ আনার কথা বলেছিলাম। তার সঙ্গে জলহস্তি, জেব্রা ও জিরাফ আনার প্রক্রিয়া শুরু হয়েছে।”
প্রতিদিনই বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে বিদেশ থেকে নতুন প্রানী আনার উদ্যোগ নিয়েছে বন দফতর। ভূজ বা রনথম্বর থেকে সিংহ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনির্বাণ রায়