জিটিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা অনিত থাপা আনুষ্ঠানিকভাবে বুধবার ২৬ কোটি টাকা ব্যয়ে সিটং লাটপাঞ্চার এলাকায় 'জল জীবন মিশন'-এর অধীনে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যা বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার প্রকল্প। এই প্রকল্পের বাস্তবায়ন হলে পাহাড়ের একাধিক জায়গায় জল সমস্যার সমাধান হবে। অতি দ্রুত এই কাজ শুরু হয়ে যাবে বলে জানান অনিত থাপা।
advertisement
আরও পড়ুন: গুজরাতের ব্যাগ এখন প্রথম পছন্দ আলিপুরদুয়ারের ক্রেতাদের
জানা গিয়েছে, ৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে রোলাক খাসমল ও লাকুন খাসমলের জন্য ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে এবং বড় সিটং খাসমল ও সেলফু খাসমলে পানীয় জলের ব্যবস্থা করা হবে। এর জন্য ১৭ কোটি টাকা খরচ হবে। একইভাবে আরআইডিএফ পরিকল্পনা অনুযায়ী লোয়ার রংচং বস্তি হয়ে এস গোলাই থেকে লোহাপুল পর্যন্ত ৬.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে ৭ কোটি টাকা ব্যয়ে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অনিত থাপা বলেন, "জলের সমস্যা নারীদের যন্ত্রণা। এই জল প্রকল্প চালু হলে মহিলারা সেই যন্ত্রনা থেকে মুক্তি পাবে।" তিনি আরও বলেন, "পাহাড়ের পর্যটনকে টিকিয়ে রাখতে জল একটি মুখ্য ভূমিকা পালন করে। এই এলাকার জল প্রকল্প পর্যটনকে আরও সহায়তা করবে।"
অনির্বাণ রায়