Alipurduar News: গুজরাতের ব্যাগ এখন প্রথম পছন্দ আলিপুরদুয়ারের ক্রেতাদের

Last Updated:

গুজরাটি ব্যাগে মন মজেছে আলিপুরদুয়ারে। দেখতে সম্পূর্ণ অন্যরকম, আবার দামে সস্তা। এই ব্যাগ চোখে হারাচ্ছে এলাকার মানুষ

+
title=

আলিপুরদুয়ার: গুজরাতের হস্তশিল্পীদের তৈরি ব্যাগ নেওয়ার চাহিদা বাড়ছে আলিপুরদুয়ার শহরে।গুজরাতের বাসিন্দা নীলম আলুওয়ালিয়ার দোকানে জমছে ভিড়।
একটু অন্যধরনের জিনিসের চাহিদা সবসময় বেশি দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর তাই গুজরাতি স্টিচের তৈরি ব‍্যাগ দেখে মুখ ফিরিয়ে থাকতে পারছেন না আলিপুরদুয়ারের মহিলারা। সাধ্যের মধ্যে দাম পেয়ে আরও জনপ্রিয় হয়েছে গুজরাতের এই ব্যাগ। শুধু হ্যাংগিং ব্যাগ নয়, ছোট থেকে মাঝারি মাপের পার্স‌ও পাওয়া যাচ্ছে দোকানটিতে।
শুধু গুজরাতি স্টিচ করা থাকলে ব্যাগটি দেখতে কম আকর্ষণীয় লাগতে পারে। আর তাই জড়ি, চুমকি বসিয়ে ব্যাগগুলিকে সুসজ্জিত করেছেন নীলম আলুওয়ালিয়া। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন কাটের ব্যাগ। ব্যাগের হাতল আবার বড় পুঁতি সাজিয়ে তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
তাঁর দোকানের ব্যাগের এই বিপুল চাহিদা নিয়ে নীলম আগরওয়াল বলেন, "শীতের সময় আলিপুরদুয়ারে তিনি চলে আসেন। পনেরো বছর ধরে এই শহরে ব্যবসা করছেন। ফলে ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই এই শহরের ক্রেতারা কেমন ব‍্যাগ পছন্দ করেন তা তিনি জানেন।"
advertisement
দেখা গিয়েছে হালকা রঙের কাপড়ের তৈরি ব‍্যাগে বিভিন্ন রঙের সুতোর কাজ করা থাকে। যে ব‍্যাগের কাপড় অপেক্ষাকৃত গাঢ় রঙের সেগুলিতে একটি রঙের সুতোর কাজ ব‍্যবহৃত হয়েছে। এই গাঢ় রঙের ব্যগগুলিতে থাকছে জরি, চুমকির আধিক্য। ২০০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে ব্যাগগুলো। যা দেখে খুশি ক্রেতারাও।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গুজরাতের ব্যাগ এখন প্রথম পছন্দ আলিপুরদুয়ারের ক্রেতাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement