South 24 Parganas News: মকর সংক্রান্তি যেতেই গ্রামের আকাশে আকাশে উড়ছে ঘুড়ি, শুরু হয়েছে প্রতিযোগিতা

Last Updated:

মকর সংক্রান্তি যেতেই ঘুড়ি উৎসবে মেতে উঠেছে গ্রাম বাংলা, শুরু হয়েছে জমজমাট প্রতিযোগিতা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর একটা চল আছে শহরের দিকে। তবে গ্রামের ঘুড়ি ওড়ানোর দিন মকর সংক্রান্তি। মূলত ওই দিন থেকেই বাংলার গ্রামে গ্রামে ঘুড়ি ওড়ানোর মরসুম শুরু হয়। আকাশের দিকে তাকালে একের পর এক ঘুড়ি উড়তে দেখা যায়। কান পাতলেই থেকে থেকে শোনা যায় 'ভো কাট্টা' ধ্বনি। উল্লাসে মেতে ওঠে আট থেকে আশি সকলে। আবার ঘুড়ি কেটে গেলে দুয়ো দিতেও দেখা যায়।
ভো কাট্টা ও দুয়ো এই দুই মিলিয়েই ঘুড়ির আমেজ। আর তাতেই এই সময়ের গ্রাম বাংলার বিকেলটা কার্যত উৎসবের চেহারা নেয়। সবকিছু মিলিয়ে একটা উল্লাসের ছবিও চোখে পড়ে। এই ঘুড়ি ওড়ানো তো আর এমনি এমনি হয় না। এই সময় বেলা হলেই গ্রামের ছেলেদের দল বেঁধে সুতোয় মাঞ্জা দিতেও দেখা যায়। তার আগে চলে নানান ধরনের মাঞ্জা তৈরির পর্ব।
advertisement
advertisement
তবে এখন বাজারে প্রচুর পরিমাণে চাইনিজ সুতো চলে আসায় আগের মত মাঞ্জা দেওয়ার প্রবণতা অনেকটাই কমেছে। তবে গ্রাম বাংলায় এখনও বহু জায়গায় মকর সংক্রান্তির সময় থেকে ঘুড়ি ওড়ানোর উৎসাহ যথেষ্ট আছে। এই নিয়ে নানান জায়গায় প্রতিযোগিতা, উৎসবের আসরও বসে। তেমনই এক ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা আয়োজিত হল জয়নগরের উত্তর দুর্গাপুর এলাকায়। সারাদিন চলল এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। কে কতগুলি ঘুড়ি কাটতে পারে তার উপর নির্ভর করে পুরস্কার পাওয়া যাবে। এলাকার ছোট থেকে বড় সবাই মেতে ওঠেন এই ঘুড়ি ওড়ানো উৎসবে। তবে গত দু'বছর করোনার জন্য এই উৎসব থেকে বিরত ছিল সাধারণ মানুষ। এবারে আর কোনও বাধা নেই, তাই ছোট থেকে বড় সবাই সামিল হন এই ঘুড়ি উৎসবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মকর সংক্রান্তি যেতেই গ্রামের আকাশে আকাশে উড়ছে ঘুড়ি, শুরু হয়েছে প্রতিযোগিতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement