আরও পড়ুন: গ্রামের সরল মহিলাদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করতে বিরাট পদক্ষেপ
সারা বিশ্বের মানুষকে সুস্থ মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ১০ অক্টোবরকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। বর্তমানে বিশেষ করে করোনা মহামারীর পর মানসিক স্বাস্থ্য বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বাড়তে শুরু করেছে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যার মূল কারণ দারিদ্র্যতা। এসব কিছুকে ভয় না পেয়ে বরং মোকাবিলা করতে হবে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য নির্দিষ্ট কিছু সময় শরীরচর্চা করলে তবেই মানসিক চাপ থেকে সহজে মুক্তি মেলে। তবে শুধুমাত্র নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া নয়, চারিপাশের বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের সম্পর্কেও সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারোর আচরণে কোনও ধরনের সমস্যা বা কোনও মানসিক রোগের প্রাথমিক লক্ষণ বা উপসর্গ দেখা দিলে প্রথমেই তাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা বুঝতে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে চিকিৎসায় সহায়তা নিতে হবে।
সুস্মিতা গোস্বামী