আরও পড়ুন: বাঁকুড়ার এই স্কুলের মেয়েদের কাজ আপনাকে চমকে দেবে
দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। ভাটপাড়া পঞ্চায়েতের চকরাম মোড় থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটির অবস্থা সবচেয়ে খারাপ। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। বালুরঘাট সদরে কোনও কাজে আসতে হলে অথবা হাসপাতাল, বাজার, স্কুল-কলেজ যেকোনও জায়গায় যেতে হলেই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। এই নিয়ে অসহায়তার সুর ফুটে ওঠে গ্রামবাসীদের গলায়। তাঁরা জানান, রাস্তার অবস্থা এতই খারাপ যে অসুস্থ রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে চলাচল করতে পারে না। সাইকেলে করে স্কুলে যেতে গিয়ে হামেশাই দুর্ঘটনার মুখে পড়ে ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
এই পরিস্থিতিতে বর্ষাকালের আগেই রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন গ্রামবাসীরা। কিন্তু তাঁদের আক্ষেপ, বারবার একই কথা বলা হলেও পঞ্চায়েত থেকে বিডিও কেউ তাঁদের কথায় কান দিচ্ছে না।
সুস্মিতা গোস্বামী