আরও পড়ুন: তীব্র গরমের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট! ঘামতে ঘামতে রাস্তায় বসে পড়লেন গ্রামবাসীরা
বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতের তৃতীয় কোর্টের বিচারক অজেন্দ্রনাথ ভট্টাচার্য দুই বাংলাদেশি পাচারকারী মহম্মদ জৈদুল (৩২) ও মহম্মদ আলির (৩০) তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এই দুই বাংলাদেশি নাগরিকের বাড়ি বিরামপুরে। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ আগস্ট হিলির নীচা গোবিন্দপুরে বিএসএফ-এর হাতে এরা ধরা পড়ে। এদের সঙ্গেই ধরা পড়েছিল ভারতীয় নাগরিক জিয়াউল মণ্ডল। ধৃতদের কাছ থেকে ১৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৪,৪৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সেই ঘটনারই রায় দিলেন বিচারক।
advertisement
এই ঘটনায় হিলি থানায় মামলা রুজু হয়েছিল৷ সেই মামলা চলছিল বালুরঘাট জেলা আদালতে। এদিন তার রায়দান করেন বিচারক। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, ধৃত দুই বাংলাদেশীকে বিচারক দোষী সাব্যস্ত করেন। তাদের তিন বছরের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সুস্মিতা গোস্বামী