East Medinipur News: তীব্র গরমের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট! ঘামতে ঘামতে রাস্তায় বসে পড়লেন গ্রামবাসীরা
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুলোচনা বাজারের কাছে শ্রীরামপুর-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
পূর্ব মেদিনীপুর: তীব্র গরম, সেইসঙ্গে চলছে দাবদাহ। বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে হাঁসফাঁস দশা আমজনতার। তার মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট! ফলে ভোগান্তি বেড়েছে মানুষের। নন্দকুমারে দিন হোক বা রাত, কখনোই ঠিক করে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের সমস্যা ভোগাচ্ছে। লাগাতার এই সমস্যায় জেরবার গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাজ্য সড়ক অবরোধ করলেন।
নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুলোচনা বাজারের কাছে শ্রীরামপুর-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ওই এলাকার পাঁচ-সাতটি গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুতের পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অবরোধকারীরা। এই তীব্র গরমের লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন বলে গ্রামবাসীদের দাবি।
advertisement
advertisement
নন্দকুমার থানার অন্তর্গত বরগোদা, গোদার, সুলোচনা, পাঁচবেড়িয়া, ভবানীচক, পিয়াজবেড়িয়া সহ একাধিক গ্রামে বিদ্যুৎ না থাকাটাই যেন নিয়ম হয়ে উঠেছে। যদিও বা বিদ্যুৎ ফিরে আসে তবে লো ভোল্টেজের জেরে পাখার হাওয়া গায়ে লাগছে না। এর ফলে এই গরমে প্রায় ১০-১২ হাজার মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই নিয়ে বিদ্যুৎ দফতরের দারস্থ হলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় রাজ্য সড়কে। পরে নন্দকুমার থানার পুলিশ এসে বুঝিয়ে বললে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 10:09 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: তীব্র গরমের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট! ঘামতে ঘামতে রাস্তায় বসে পড়লেন গ্রামবাসীরা







