Dakshin Dinajpur News: রোদ-বৃষ্টি থেকে শহরবাসীকে বাঁচাতে বালুরঘাটের রাস্তার ধারে ধারে গড়ে উঠেছে প্রতীক্ষালয়

Last Updated:

বৃষ্টি কিংবা তীব্র গরমের তপপ্রবাহ থেকে বাঁচতে রাস্তার ধারের এই প্রতীক্ষালয়গুলি খুবই সাহায্য করছে বালুরঘাটের মানুষকে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: শহরের মধ্যে পথ চলতি সাধারণ মানুষদের সুবিধার্থে একাধিক যাত্রী প্রতীক্ষালয় তৈরি করল বালুরঘাট পুরসভা। শহরের থানা মোড় থেকে ট্যাঙ্ক মোড় পর্যন্ত প্রায় ২৩ টি প্রতীক্ষালয় গড়ে তোলা হয়েছে। কয়েক মাস আগেই এই প্রতীক্ষালয়গুলো তৈরি করা হয়। ইতিমধ্যে সেগুলো ব্যবহার করে বেশ খুশি শহরের মানুষ।
বৃষ্টি কিংবা তীব্র গরমের তপপ্রবাহ থেকে বাঁচতে রাস্তার ধারের এই প্রতীক্ষালয়গুলি খুবই সাহায্য করছে বালুরঘাটের মানুষকে। চড়া রোদের মধ্যে সহজেই একটু জিরিয়ে নিতে পারছেন তাঁরা।এই প্রতীক্ষালয়গুলির সৌন্দর্য বাড়ানোর জন্য একাধিক মনীষীর ছবি লাগানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। বসার জায়গা কংক্রিটের তৈরি।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে প্রতিদিন জেলার নানান প্রান্ত থেকে বহু মানুষ আসেন। এই প্রতীক্ষালয়গুলি তৈরি হওয়ায় তাঁরাও উপকৃত হচ্ছেন। বর্তমানে তীব্র রোদের হাত থেকে দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো এই প্রতীক্ষালয় ঢুকে বসে সহজেই নিজেকে বাঁচাতে পারছেন। এছাড়াও সকালে প্রাতঃভ্রমণে বের হ‌ওয়া বয়স্করাও এর ফলে উপকৃত হচ্ছেন। সব মিলিয়ে পুরসভার এই উদ্যোগে অত্যন্ত খুশি বালুরঘাটের সাধারণ মানুষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: রোদ-বৃষ্টি থেকে শহরবাসীকে বাঁচাতে বালুরঘাটের রাস্তার ধারে ধারে গড়ে উঠেছে প্রতীক্ষালয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement