আরও পড়ুন: সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে ‘হেডমাস্টার’ নিয়োগের ভাবনা
টানা বৃষ্টিতর ফলে দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। আর তার ফলেই তপন ব্লকের ২৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, জেলার নদীগুলির জলস্তর নামতে শুরু করেছে। তবে তপনের রামপাড়া চাঁচড়া, আজমতপুর সহ বেশ কিছু এলাকায় নতুনভাবে জল ঢুকছে। বন্যাকবলিত সবাইকে সাহায্য করার জন্য বিএসএফ-এর সাহায্যে নৌকা নামানো হয়েছে। তাতে করেই গ্রামবাসীদের ত্রাণ দেওয়া হচ্ছে।
advertisement
বিপর্যস্ত গ্রামগুলো থেকে বাসিন্দাদের ক্যাম্পে সরানোর প্রক্রিয়া চললেও অনেকেই আবার গ্রাম ছেড়ে যেতে চাইছেন না। তাঁদেরকে উঁচু জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে জল বাহিত রোগ যাতে না হয় তার জন্য ব্লিচিং পাউডার থেকে শুরু করে হ্যালোজেন ট্যাবলেট মজুত রেখেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর আছে প্রশাসন।
সুস্মিতা গোস্বামী





