TRENDING:

Dakshin Dinajpur News: টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত তপনের ২৬ টি গ্রাম

Last Updated:

লাগাতার বৃষ্টির জেরে ভেঙে গেল পুনর্ভবা নদীর বাঁধ। নদী বাঁধ ভাঙার ফলে বন্যা পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের তপনে, প্লাবিত ২৬ টি গ্রাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নদী বাঁধ ভেঙে গেল তপনের। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২৬ টি গ্রাম। প্রায় ৬ হাজার মানুষ সরকারি আশ্রয় শিবিরে উঠে এসেছেন। এর জন্য ৮০ টি আশ্রয় শিবির খোলা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে।
advertisement

আরও পড়ুন: সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে ‘হেডমাস্টার’ নিয়োগের ভাবনা

টানা বৃষ্টিতর ফলে দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। আর তার ফলেই তপন ব্লকের ২৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, জেলার নদীগুলির জলস্তর নামতে শুরু করেছে। তবে তপনের রামপাড়া চাঁচড়া, আজমতপুর সহ বেশ কিছু এলাকায় নতুনভাবে জল ঢুকছে। বন্যাকবলিত সবাইকে সাহায্য করার জন্য বিএসএফ-এর সাহায্যে নৌকা নামানো হয়েছে। তাতে করেই গ্রামবাসীদের ত্রাণ দেওয়া হচ্ছে।

advertisement

View More

বিপর্যস্ত গ্রামগুলো থেকে বাসিন্দাদের ক্যাম্পে সরানোর প্রক্রিয়া চললেও অনেকেই আবার গ্রাম ছেড়ে যেতে চাইছেন না। তাঁদেরকে উঁচু জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে জল বাহিত রোগ যাতে না হয় তার জন্য ব্লিচিং পাউডার থেকে শুরু করে হ্যালোজেন ট্যাবলেট মজুত রেখেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর আছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত তপনের ২৬ টি গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল