West Bengal BJP: সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে 'হেডমাস্টার' নিয়োগের ভাবনা

Last Updated:

সাংগঠনিক দুর্বলতা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।

সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে 'হেডমাস্টার' নিয়োগের ভাবনা
সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে 'হেডমাস্টার' নিয়োগের ভাবনা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  লক্ষ্য ২৪। পশ্চিমবঙ্গে বিজেপির নড়বড়ে সংগঠনে উদ্বিগ্ন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এবার তাই বঙ্গ বিজেপির বিশেষ পাঠশালা। প্রতি বিধানসভা কেন্দ্রে একজন করে ‘হেডমাস্টার’ নিয়োগ করতে চলেছে পদ্ম শিবির।  বিজেপির চব্বিশের পাঠশালা। ২৯৪ টি বিধানসভা আসনেই হেডমাস্টার! চব্বিশে লোকসভা ভোট। এই ভোটে বাংলা থেকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। কিন্তু, তার জন্য তো শক্তিশালী সংগঠন দরকার। সেটা কীভাবে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ নিয়ে চিন্তায়। কারণ, রাজ্যের ১০ হাজার বুথে এখনও কমিটিই গঠন করা সম্ভব হয়নি বলে বিজেপি সূত্রে খবর।
নির্ধারিত সময়ের মধ্যে এক হাজার সভাও করা যায়নি। এই ভাবেই একের পর এক সাংগঠনিক কর্মসূচি নিলেও তা পূরণে বারবার ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি। এতে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে বিজেপির এবার বিশেষ সশক্তিকরণ অভিযান। লক্ষ্য, লোকসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করা। যে সমস্ত জায়গায় বুথ কমিটি গঠন হয়নি অবিলম্বে সেই সমস্ত বুথ কমিটি গঠন করা । পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসন। ২৯৪ বিধানসভা কেন্দ্রেই একজন করে নেতাকে দায়িত্ব দিচ্ছে বিজেপি। তাঁদের প্রধান কাজ হবে যে সব বুথ এলাকায় বিজেপি দুর্বল সেখানে হাল ফেরানো।
advertisement
advertisement
প্রত্যেক বুথে ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন করে দলীয় সংগঠনকে শক্তিশালী করা।  উনিশের লোকসভা ভোটে পরাজিত এবং দুর্বল বুথগুলিতে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। শুরু হচ্ছে তাদের বিশেষ বুথ সশক্তিকরণ অভিযান। এর জন্য জারি হয়েছে দলীয় নির্দেশিকা।  বিজেপির এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে বুথ সশক্তিকরণ অভিযান। প্রতিটি বুথের কাজকে ২৩টি পয়েন্টে ভাগ করে আলোচনা করতে হবে। প্রতি বুথের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হবে। সেই গ্রুপকে যুক্ত করতে হবে বিধানসভা এলাকার সঙ্গে। মণ্ডলে মণ্ডলে গিয়ে নেতাদের বৈঠক করতে হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: সংগঠনকে মজবুত করতে মরিয়া বঙ্গ পদ্ম শিবির, চব্বিশের আগে ২৯৪ কেন্দ্রে 'হেডমাস্টার' নিয়োগের ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement