আরও পড়ুন: স্বচ্ছ ভারত মিশনে ভাল কাজের পুরস্কার পেল পাঁচ পঞ্চায়েত
বালুরঘাট শহরের রঘুনাথপুর, ট্যাঙ্ক মোড় এলাকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো ফ্লেক্স ও বিজ্ঞাপন খোলা শুরু করল বালুরঘাট পুরসভা। ক্লিন সিটি, গ্রিন সিটি করতে পুজোর আগেই কঠোর ভূমিকায় পুর কর্তৃপক্ষ। এদিন বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্রের উপস্থিতিতে শুরু হয় এই অভিযান। উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিলর মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
advertisement
এদিন সকলে মিলে পথে নেমে শহরের ঐতিহ্যবাহী ট্যাঙ্কের সামনে থেকে সমস্ত ফ্লেক্স খুলে নিয়ে যান। এমনকি তৃণমূল, বিজেপি ও বামেদের দলীয় ফ্লেক্স ও ঝান্ডাও খুলে ফেলা হয়। প্রসঙ্গত, বালুরঘাট শহরের বিভিন্ন মনীষীদের প্রতিকৃতির সামনে দিনের পর দিন রাজনৈতিক ও বিজ্ঞাপনের ব্যানার, হোর্ডিং কিংবা ফ্লেক্স লাগানো হচ্ছে। এর ফলে মনীষীদের প্রতিকৃতি সাধারণ মানুষের নজরে পড়ছে না। এছাড়াও শহরে দৃশ্য দূষণ বাড়ছে। এই সমস্ত বিষয়গুলি নজরে আসতেই পুজোর আগে ফের একবার নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।
৭১ এর যুদ্ধের একটি অন্যতম স্মৃতি ট্যাঙ্ক। কিন্তু ট্যাঙ্কের চারপাশে ফ্লেক্স ও বিজ্ঞাপনে ভরে যায়। যার ফলে ট্যাঙ্কটি দেখাই যায় না। এর আগেও পুরসভা অভিযান চালিয়েছিল। পরে ফের একই অবস্থা হয়ে যায়। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, এখন থেকে পুরসভার অনুমতি নিয়ে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় ফ্লেক্স লাগানো যাবে। তাছাড়াও অন্য কোথাও বিজ্ঞাপন বা কোনও দলের প্রচারের ব্যানার, ফ্লেক্স লাগানো যাবে না বলেও পুরপ্রধান জানিয়েছেন।
সুস্মিতা গোস্বামী