West Medinipur News: স্বচ্ছ ভারত মিশনে ভাল কাজের পুরস্কার পেল পাঁচ পঞ্চায়েত
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
স্বচ্ছ ভারত মিশনে ভাল কাজ করায় পুরস্কৃত হল পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচটি পঞ্চায়েত
পশ্চিম মেদিনীপুর: গ্রাম থেকে শহর কিংবা শহরতলী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। প্রতিঘরে শৌচাগার নির্মাণ, কঠিন ও তরল বর্জ্যের ব্যবস্থাপনা প্রকল্প, প্লাস্টিক বর্জের সুনির্দিষ্ট পরিকল্পনা সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজে ভাল ফল করায় জেলার পাঁচটি পঞ্চায়েতকে পুরস্কৃত করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং জেলা পরিষদ।
স্বচ্ছ ভারত মিশনে ভাল কাজ করবার জন্য পশ্চিম মেদিনীপুরের পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হল প্রশাসনের তরফে। জেলার ২১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে এই পাঁচটি পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। ভাল কাজের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। পঞ্চায়েতগুলি হল ডেবরার ষাঁড়পুর লোয়াদা, গড়বেতার রসকুণ্ড, চন্দ্রকোনা-১ ব্লকের লক্ষ্মীপুর, চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর এবং কেশপুরের গোলাড় গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়।
advertisement
advertisement
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুরের ২১১ টি গ্রাম পঞ্চায়েত আছে। সবাই ভাল কাজ করেছে। তাদের মধ্য থেকে এই পাঁচটি পঞ্চায়েত খুব ভাল কাজ করছে। তাই ওই সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধানদের সংবর্ধিত করা হল।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 12:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: স্বচ্ছ ভারত মিশনে ভাল কাজের পুরস্কার পেল পাঁচ পঞ্চায়েত