শুক্রবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হল না কিছুতেই। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বালুরঘাট হাসপাতালে আরও এক সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম কল্পনা মণ্ডল (৭৬)।
আরও পড়ুন: বর্ষার আগেই ডেঙ্গু ঠেকাতে পথে পুরসভা, পুরপ্রধান কী বললেন
advertisement
জানা গিয়েছে, বৃদ্ধা কল্পনা মণ্ডল যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তাঁকে সাপে ছোবল মারে। বিষয়টি শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসতেই তাঁকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ দিনাজপুর জেলায় একই দিনে সাপের ছোবলে দু’জনের মৃত্যু হওয়ায় আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে। বিশেষ করে বছর বারোর ছাত্রীর চিকিৎসা শুরু হওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব না হওয়ায় অ্যান্টি ভেনামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি সামনেই বর্ষাকাল শুরু হবে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ধারণা।
সুস্মিতা গোস্বামী