আরও পড়ুন: মালদহ টাউন স্টেশনে মাদক বিরোধী প্রচার
দক্ষিণ দিনাজপুর জেলায় এই একটিমাত্র মহিলা থানা আছে। এতদিন বালুরঘাট থানা চত্বরেই চলছিল বালুরঘাট মহিলা থানার কাজ। কিন্তু সেখানে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম জায়গা থাকায় কাজ করতে অসুবিধা হত। বিষয়টি বুঝতে পেরে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয় জেলা পুলিশের শীর্ষ মহল থেকে। অবশেষে বালুরঘাটে জেলা সাইবার ক্রাইম থানার পাশে নতুন ভবনে বালুরঘাট মহিলা থানা স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেখানেই বালুরঘাট মহিলা থানার নতুন করে উদ্বোধন হল।
advertisement
ফিতে কেটে বালুরঘাট মহিলা থানার নতুন ভবনের উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার রহুল দে। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 6:52 PM IST