Malda News: মালদহ টাউন স্টেশনে মাদক বিরোধী প্রচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
মূলত দূরপাল্লার ট্রেনে যাত্রীদের কিছু খাইয়ে সর্বস্বান্ত করে দেয় সহযাত্রীর বেশে যাত্রা করা অপরাধীরা। এক্ষেত্রে দেখা গিয়েছে খাবারের মধ্যে মাদক মিশিয়ে যাত্রীদের বেহুঁশ করে ফেলা হয়।
মালদহ: চলন্ত ট্রেনে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু খাওয়া উচিৎ নয়। ট্রেনে চলাচলের সময় সর্বদা সজাগ থাকতে হবে। অপরিচিত কেউ মিষ্টি কথায় ভুলিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। সতর্ক না থাকলে আপনার সর্বস্ব লুট হয়ে যাবে। এই বিষয়গুলি তুলে ধরেই মাদকবিরোধী প্রচার চলল মালদহ টাউন স্টেশনে।
মূলত দূরপাল্লার ট্রেনে যাত্রীদের কিছু খাইয়ে সর্বস্বান্ত করে দেয় সহযাত্রীর বেশে যাত্রা করা অপরাধীরা। এক্ষেত্রে দেখা গিয়েছে খাবারের মধ্যে মাদক মিশিয়ে যাত্রীদের বেহুঁশ করে ফেলা হয়। তবে সম্প্রতি লোকাল ট্রেনেও এমন কিছু ঘটনা নজরে এসেছে। এই ধরণের ঘটনা এড়াতে রেল পুলিশ সব সময়ই সজাগ থাকে। তবে যাত্রীরা নিজে থেকে সচেতন না হলে এমন ঘটনা আটকানো বেশ কঠিন। আর তাই যাত্রীদের মাদকের বিপদ থেকে সাবধান করতে মালদহ রেল ডিভিশনের আরপিএফের পক্ষ থেকে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হল। মালদহ টাউন স্টেশনে এই উপলক্ষে যাত্রীদের মধ্যে প্রচার চালানোও হয়।
advertisement
advertisement
রেল পুলিশ গোটা স্টেশন চত্বরে ব্যানার টাঙিয়ে ও মাইকিং করে যাত্রীদের সচেতন করে। এদিন মালদহ টাউন স্টেশনে দাঁড়ানো প্রায় সমস্ত দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনে উঠে যাত্রীদের এই বিষয়ে সাবধান করে দেন আরপিএফ ও জিআরপিএফ কর্মীরা।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 6:29 PM IST

