North 24 Parganas News: কাঁচরাপাড়ায় রেলের সফল উচ্ছেদ অভিযান, হাতছাড়া সম্পত্তি উদ্ধার আরপিএফের

Last Updated:

বুধবার কাঁচরাপাড়া ওয়ার্কশপ এলাকায় রেলের বেহাত হয়ে যাওয়া বেশ কিছু কোয়ার্টার ও বাংলো পুনরুদ্ধার করে আরপিএফ। পরে সেগুলো সিল করে দেওয়া হয়।

উত্তর ২৪ পরগনা: রেলের বেআইনিভাবে দখল করে জমি পুনরুদ্ধার করল পূর্ব রেল। বুধবার কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেট সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখল উৎখাত করে রেলের জমি পুনরুদ্ধার করল আরপিএফ। এর আগে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে জবরদখল মুক্ত করতে গিয়ে ফিরে আসতে হয়েছে আরপিএফকে। তবে এদিন কাঁচরাপাড়ায় শেষ পর্যন্ত তাঁরা সফল হন।
পূর্ব রেল সূত্রে খবর, বুধবার কাঁচরাপাড়া ওয়ার্কশপ এলাকায় রেলের বেহাত হয়ে যাওয়া বেশ কিছু কোয়ার্টার ও বাংলো পুনরুদ্ধার করে আরপিএফ। পরে সেগুলো সিল করে দেওয়া হয়। এর আগে একাধিকবার এই এলাকা জবরদখল মুক্ত করার জন্য নোটিশ জারি করেছিল পূর্ব রেল। তবে এদিন অবশেষে সাফল্য এল।
advertisement
advertisement
পূর্ব রেল সূত্রে বলা হয়েছে, আগামী দিনেও শিয়ালদহ ডিভিশনের উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বেহাত হয়ে যাওয়া সম্পত্তি দখল করার কাজ চালিয়ে যাবে রেল। কাঁচরাপাড়া ছাড়াও শ্যামনগর, নৈহাটি, জগদ্দল স্টেশন এলাকায় রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকে। বারবার উচ্ছেদ নোটিশ দিলেও কর্ণপাত করছেন না তাঁরা। তাই এবার জিআরপি ও আরপিএফকে সঙ্গে নিয়ে লাগাতার উচ্ছেদ অভিযান চালিয়ে সম্পত্তি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে কাঁচরাপাড়াতে সাফল্য এলেও দক্ষিণেশ্বর, বনগাঁ সহ বিভিন্ন স্টেশনে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে রেলের শূন্য হাতে ফেরার নজির‌ও আছে।
advertisement
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কাঁচরাপাড়ায় রেলের সফল উচ্ছেদ অভিযান, হাতছাড়া সম্পত্তি উদ্ধার আরপিএফের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement