প্রসঙ্গত, সমর ভৌমিক ও তাঁর স্ত্রী ছন্দা ভৌমিক ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। চাকরি জীবন থেকে অবসরের পর বাড়িতেই মুরগি পালন করেন সমরবাবু। এদিকে তাঁর সঙ্গে এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছে। অভিযোগ, ওই বিবাদের জেরে মুরগিগুলিকে টার্গেট করে অভিযুক্তরা। গত দু রাত থেকে মুরগিগুলিকে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি করে কিছু মুরগিকে বাড়ির পাশের জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন আরও বেশকিছু মৃত মুরগির খোঁজ মেলে।
advertisement
আরও পড়ুন:ছট পুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন মুখরোচক ঠেকুয়া! রইল সহজ রেসিপি
পুরনো জমি বিবাদের জেরে প্রাক্তন সেনাকর্মীর বাড়ির ১৮ টি মুরগিকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। নিখোঁজ আরও ছয়টি মুরগি। এই ঘটনায় ভেঙে পড়েছেন মুরগির মালিক অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী। তাঁর কথায় নিষ্পাপ প্রাণীদের কেন মারা হল? একদিন ধরে মৃত মুরগিগুলিকে বাড়িতেই সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এমতাবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি তপন থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকি, তিনি মৃত মুরগিগুলির ময়নাতদন্তের দাবিতে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। এদিনের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:সারের কালোবাজারি রুখতে কড়া কৃষি দফতর! এই নিয়ম না মানলেই বাতিল হবে লাইসেন্স
এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা কেন্দ্রীয় পশুকল্যাণ বিভাগের এক আধিকারিক তথা বালুরঘাটের পশুপ্রেমী ব্রতীন চক্রবর্তী বলেন,”জমি বিবাদের জেরে এভাবে কোনও প্রাণীকে নির্মমভাবে মেরে ফেলা জঘন্য অপরাধ। বিষয়টি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অ্যানিম্যাল বোর্ডের চেয়ারপার্সন মানেকা গান্ধিকে ই-মেল করা হয়েছে। তিনি এনিয়ে ইতিমধ্যেই তপন থানায় ফোন করে খোঁজখবর নেওয়া শুরু করেছেন।” ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল ওই মুরগি গুলিকে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রতিবেশী রাজা হেমব্রমের বিরুদ্ধে। যদিও এনিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্তদের।
সুস্মিতা গোস্বামী