South Dinajpur News : সারের কালোবাজারি রুখতে কড়া কৃষি দফতর! এই নিয়ম না মানলেই বাতিল হবে লাইসেন্স
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
Last Updated:
সারের দাম নিয়ন্ত্রণ ও কালো বাজারি রুখতে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকের সার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন ব্লক কৃষি আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুর :জেলা জুড়ে রমরমিয়ে চলছে সারের কালোবাজারি। সারের দাম নিয়ন্ত্রণ ও কালো বাজারি রুখতে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকের সার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন ব্লক কৃষি আধিকারিকরা। পাশাপাশি সার ব্যবসায়ীদের ডেকে সতর্ক করল বালুরঘাট ব্লক কৃষি দফতর। দফতরের পক্ষ থেকে জানা যায়, বর্তমানে এনপিকে (১০:২৬:২৬) সারের চাহিদা সব থেকে বেশি। এই মৌসুমে প্রতিবছরই সারের দাম বৃদ্ধি পায়। ২৬:২৬ এর পরিবর্তে এনপিকে (১৫:১৫:১৫, ১৬:১৬:১৬, ১৬:২০:০:১৩) এই বিকল্প সারগুলি বিক্রি করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে।
এ বিষয়ে বালুরঘাট ব্লক কৃষি অধিকর্তা তনয় সাহা বলেন, “রবি মরশুমে সারের দাম বৃদ্ধি নিয়ে নানা জায়গা থেকে অভিযোগ আসে। তাই দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এদিন সার ব্যবসায়ীদের ডেকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যে সারগুলি চাহিদা বেশি রয়েছে। সেই সারের পরিবর্তে বিকল্প সার বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে কৃষকদেরও নানাভাবে সচেতন করা হচ্ছে।” কৃষকদের পক্ষ থেকে জানা যায়, দিনের পর দিন সারের দাম বেড়েই চলেছে। দাম বৃদ্ধি হওয়ার ফলে সাধারণ কৃষকদের সার কিনতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি সার কিনতে গিয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। সারের যে এমআরপি মূল্য রয়েছে তার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে সাধারণ কৃষকদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, কৃষি দফতরের পক্ষ থেকে জানানো বিকল্প সারগুলি ব্যবহার করলে কৃষকেরা কি কি সুবিধা পেতে পারে, সে সমস্ত বিষয়গুলিকে সাধারণ কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে দফতরের পক্ষ থেকে। অপরদিকে কৃষি দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই ৬২ জন সার ব্যবসায়ীকে শোকজ এর পাশাপাশি, ৪ জন সার ব্যবসায়ীকে সার বিক্রি না করার নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলার সাধারণ কৃষকদের সচেতন করতে গ্রামে গ্রামে লিফলেটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বালুরঘাট ব্লক কৃষি দফতরের তরফে বালুরঘাটের ১১ টি গ্রামপঞ্চায়েতের নানা জায়গায় সারের দাম বৃদ্ধি নিয়ে অভিযান চালানো হয়। আগামীদিনে এইধরণের অভিযান আরও বেশি করে চালানো হবে বলে জানা গিয়েছে কৃষি দফতর তরফে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 10:56 AM IST