TRENDING:

Dakshin Dinajpur News: রোগীর পরিজনদের অবসাদ কাটাতে হাসপাতালে থাকবে লাইব্রেরি

Last Updated:

রোগীর পরিজনদের মানসিক স্বস্তি দিতে এবার সরকারি হাসপাতালে গড়ে উঠছে লাইব্রেরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: হাসপাতালে রোগ সারাতে যেমন ওষুধের প্রয়োজন, তেমনই মানসিক অবসাদ কাটাতে বই খুবই প্রয়োজন। তাই উত্তরবঙ্গে এই প্রথমবার বালুরঘাট জেলা হাসপাতালে তৈরি হতে চলেছে লাইব্রেরি। আর হ্যাঁ এই লাইব্রেরিতেই মিলবে রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, শেক্সপিয়র থেকে ওয়ার্ডসওয়ার্থ সব লেখকের বই। জেলা হাসপাতালের পুরনো সুপারের অফিসেই এই লাইব্রেরি গড়ে তোলা হবে।
advertisement

আরও পড়ুন: সুন্দরবনের সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স!

প্রসঙ্গত, বালুরঘাট জেলা হাসপাতালের ওয়েটিং রুম থেকে শুরু করে হাসপাতালের আনাচে কানাচে নানা জায়গায় রোগীর আত্মীয়দের অপেক্ষা করতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, অপেক্ষারত রোগীর আত্মীয়দের অনেককেই এই উদ্যোগের মাধ্যমে বইমুখী করা যাবে। এতে রোগীর পরিজনদের মানসিক অবসাদ কাটবে। যেকোনও রকম মানসিক দুর্যোগ কাটিয়ে ওঠার পক্ষে, ভুলে থাকার পক্ষে বই অপরিহার্য উপাদান। ওষুধের পরেই বইয়ের স্থান৷ এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

advertisement

View More

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো সুপারের অফিসেই লাইব্রেরি কক্ষ গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। হাসপাতালের নিজস্ব উদ্যোগেই এই লাইব্রেরি গড়ে তোলা হবে। ইতিমধ্যেই বেশকিছু বই চলে এসেছে। ওই কক্ষে বসার জায়গাও করা হচ্ছে। পুরোটাই সিসিটিভিতে নজরদারি করা হবে বলে জানা গিয়েছে।

advertisement

এই বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, এখন মোবাইলের যুগ। তাই বই পড়ার আগ্রহ কমছে। কিন্তু বই পড়লে মানুষের অবসাদ কাটে। তাই হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের মানসিক অবসাদ কাটাতে আমরা একটা লাইব্রেরি খুলছি। আমাদের স্বাস্থ্যকর্মীরাও অনেক সময় অবসাদে ভোগেন। তাঁদেরও বইমুখী করবার প্রয়াস নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই লাইব্রেরি খুলে দেওয়ার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: রোগীর পরিজনদের অবসাদ কাটাতে হাসপাতালে থাকবে লাইব্রেরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল