South 24 Parganas News: সুন্দরবনের সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স!

Last Updated:

এবার সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স, তাও সুন্দরবনে!

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: যেখানে আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলো পড়ুয়ার অভাবে বন্ধ হতে বসেছে সেখানে বাসন্তির চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো। এই স্কুলের পরিকাঠামোও রীতিমত টক্কর দেবে যে কোনও বেসরকারি স্কুলকেও। সরকারি প্রাথমিক স্কুল হয়েও তা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার অধীনে চলে এসেছে। আর এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগেই।
সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম। স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র। প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয় পত্র স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স মেশিনের সামনে ধরলেই স্কুলে ঐ পড়ুয়ার উপস্থিতি যেমন সার্ভারে আপলোড হয়ে যাবে, তেমনই ঐ পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাঁদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে। একইভাবে স্কুল ছুটির সময়ও ঐ ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের। তখনও একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছবে যে স্কুল ছুটি হয়েছে।
advertisement
advertisement
এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। তবে শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে। ইতিমধ্যেই স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম। অডিও ভিসুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলে-মেয়েদের পোড়ানোর ব্যবস্থা যেমন এখানে আছে, তেমনই স্কুলের সমস্ত দেওয়াল, কংক্রিটের স্তম্ভগুলিকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়কে ফুটিয়ে তুলে। ১৫ অগস্ট, ২৬ জানুয়ারির মত বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানান ছড়া, মনিষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। এছাড়াও স্কুলে রয়েছে ভেষজ উদ্যান, আমার দোকান, মনের কথা বক্স সহ আরও অনেক কিছু।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement