West Medinipur News: সরোবরের মাঝে এক টুকরো কন্যাকুমারী! না দেখলেই মিস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
পিংলার প্রত্যন্ত গ্রামের দুর্গাপুজোর থিম কন্যাকুমারী
পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারোমাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দুর্গাপুজো। তার জন্য আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মণ্ডপ, প্রতিমাতে থাকে থিমের চমক। পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা জলচকে এবারের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম কন্যাকুমারী।
প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বড় বাজেটের পুজো। ১০ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাঁদের থিমের মাধ্যমে এবার চমকে দিতে চলেছে। এবছর প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে পুজো হচ্ছে জলচকে। মণ্ডপের পাশাপাশি এবার প্রতিমাতেও থাকছে থিমের চমক। পূর্ব মেদিনীপুর ঘেঁষা পশ্চিম মেদিনীপুর জেলার শেষ সীমান্ত জলচক। গতবছরও নতুন থিমে প্যান্ডেল তৈরি করে তাক লাগিয়েছিলেন এঁরা। তবে এবার এক টুকরো কন্যাকুমারীকে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। সরোবরের মাঝে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর থিমকে। জল সরিয়ে প্রতিমা দেখতে যেতে হবে প্রত্যেককে।
advertisement
advertisement
আয়োজকরা জানিয়েছেন, গত বছর সারারাত ধরে ঠাকুর দেখেছেন দর্শকরা। দিনের পাশাপাশি রাতে বেশ ভিড় হয়েছিল এখানে। প্রতিদিনই লক্ষাধিক মানুষ পুজো দেখতে এসেছিলেন জলচকে। তবে এবারে সেই ভিড় আরও বেশি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। পুজোর পাশাপাশি আয়োজিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 1:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সরোবরের মাঝে এক টুকরো কন্যাকুমারী! না দেখলেই মিস
