যেখানে উপস্থিত ছিলেন, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, ম্যাকিনটোশ বানের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন ঃ স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হল এম আর আই পরিষেবা
advertisement
পূর্বে, আট বেডের সি সি ইউ ইউনিট চালু ছিল। সেখানে এবার আরো কিছু বেড বাড়িয়ে মোট ২৪ বেডের সিসিইউ সেন্টার চালু হলো। করোনার সময় মরণাপন্ন রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামোর অভাব অনুভূত হয়েছিল জেলা জুড়ে। রোগীদের হাহাকারই যেন বর্তমানে জেলাবাসীর কাছে স্বর্গের দূতের মতন হয়ে দাঁড়ালো। নতুন করে তৈরি হলো ২৪ বেডের একটি হাইব্রিড সি সি ইউ সেন্টার।
প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই সি সি ইউ সেন্টার তৈরি হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই পরিষেবা চালুর ফলে জেলার মানুষ উপকৃত হবেন বলে মত প্রকাশ করেছেন জেলা শাসক বীজিন কৃষ্ণা।
উল্লেখ্য, বালুরঘাট জেলা হাসপাতালের উপর জেলার বেশিরভাগ মানুষ নির্ভর করে থাকেন। পাশাপাশি হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। দুর্ঘটনায় আহত বা অন্য কোন রোগে আক্রান্ত ক্রিটিকাল রোগীদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার ফলে অন্যত্র রেফার করা হয়।
আরও পড়ুন ঃ বালুরঘাটে সরকারি ভবনে আগুন, বাতাসে রাসায়নিক মিশে তীব্র শ্বাসকষ্ট
সেক্ষেত্রে সকলের পক্ষে রোগীকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেই জায়গা থেকে আলাদা সিসিইউ ব্লক তৈরি হওয়ায় জেলার সাধারণ মানুষরা সুবিধা পাবেন। কথায় কথায় আর বাইরে রোগী রেফারও বন্ধ হবে৷ জানা যায়, অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা থাকবে এই সি সি ইউ ইউনিটে। এছাড়া সি সি ইউ ইউনিটের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকও থাকবে একাধিক। নতুন এই ২৪ বেডের হাইব্রিড সিসিইউ সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দেবে জেলাবাসীকে।
সুস্মিতা গোস্বামী