Dakshin Dinajpur News: স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হল এম আর আই পরিষেবা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে এম আর আই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ দিনাজপুর : জেলাবাসির স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করতে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে এম আর আই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে নবান্ন সভা কক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই পরিষেবার উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এম আর আই মেশিন সহ পরিকাঠামো তৈরি হয়ে পড়েছিল প্রায় তিন মাস। উদ্বোধনের অপেক্ষায় ছিল এই পরিষেবা।
এদিন বালুরঘাট জেলা হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় এই এম আর আই সেন্টার আজকে থেকেই পরিষেবা দেওয়ার কাজ শুরু করল। প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই এমআরআই মেশিন বসানো হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন ঃ বাজারে তেমন চাহিদা নেই! তবুও মাদুর শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছেন এই মানুষরা
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ, ম্যাকিনটোশ বানের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
advertisement
সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই। যার ফলে জেলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের। এই হাসপাতালে এমআরআই পরিষেবা না থাকায় জেলার রোগীদের মালদহ, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হয়। এমনকী শুধুমাত্র এমআরআই করতেই হাজার হাজার টাকা ও ভোগান্তির মুখে পড়তে হয় রোগীদের।
আরও পড়ুন ঃ উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, একাধিক রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের
হাসপাতালে আসা বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি এলাকার রোগীরা এদিন জানালেন, এবার আর তাঁদের এমআরআইয়ের জন্য অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। জেলা হাসপাতালেই ওই পরিষেবা মিলবে।
advertisement
জানা গিয়েছে, সরকারি হাসপাতালে যে সমস্ত রোগী থাকবেন তাদের প্রয়োজনে যেমন এমআরআই করা হবে, অন্যদিকে সাধারণ রোগী যদি মনে করেন এখানে তাদের শারীরিক পরীক্ষা করাবেন সেই সুযোগও থাকছে। অবশ্য সেক্ষেত্রে নির্দিষ্ট মূল্য দিতে হবে সেই রোগীকে।
আরও পড়ুন ঃ বালুরঘাটে সরকারি ভবনে আগুন, বাতাসে রাসায়নিক মিশে তীব্র শ্বাসকষ্ট
এতদিন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় এই পরিষেবা ছিল না। ফলে মালদা নিয়ে গিয়ে সেখানে এমআরআই পরীক্ষা করাতে হতো। এই পরিষেবা চালুর ফলে জেলার মানুষ উপকৃত হবেন বলে মত প্রকাশ করেছেন জেলা শাসক বীজিন কৃষ্ণ। বালুরঘাট জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ এই এমআর আই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলাবাসী৷ বালুরঘাটের পাশাপাশি জেলার বেশ কয়েকটি স্বাস্থ্য দফতর প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হল এম আর আই পরিষেবা