Indian Railway: উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, একাধিক রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের

Last Updated:

Indian Railway: জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বালুরঘাট থেকে দেশের রাজধানীর পাশাপাশি, চিকিৎসার ক্ষেত্রে বেঙ্গালুরুতে যাওয়ার সুবন্দোবস্ত হলে অনেকটাই উপকৃত হবে জেলা-সহ উত্তরবঙ্গ।

+
উত্তরবঙ্গের

উত্তরবঙ্গের রেল ‌যোগা‌যোগ আরও বাড়াতে একগুচ্ছ রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর কাছে সুকান্ত

দক্ষিণ দিনাজপুর: জেলার রেলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে দক্ষিণ দিনাজপুর জেলার একগুচ্ছ রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। রেলমন্ত্রীর দফতরে গিয়ে দেখা করে তিনি দাবিদাওয়া পেশ করেন। জানা গিয়েছে, রেলমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে জেলার রেল ব্যবস্থা নিয়ে কথা বলেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, ২০০২ সালে দক্ষিণ দিনাজপুর জেলা রেলের মানচিত্রে নথিভুক্ত হওয়ার পর শুধুমাত্র একটি ট্রেনই দীর্ঘদিন ধরে যাতায়াত করছিল। পরবর্তী সময়ে বালুরঘাট হাওড়া, বালুরঘাট শিলিগুড়ি, বালুরঘাট নবদ্বীপ-সহ একাধিক ট্রেন বর্তমানে চলাচল করছে।
তবে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বালুরঘাট থেকে দেশের রাজধানীর পাশাপাশি, চিকিৎসার ক্ষেত্রে বেঙ্গালুরুতে যাওয়ার সুবন্দোবস্ত হলে অনেকটাই উপকৃত হবে জেলা-সহ উত্তরবঙ্গ। যে সমস্ত ট্রেন নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দাবিদাওয়া পেশ করেছেন, সেই সমস্ত ট্রেন আগামী দিনে চালু হলে রেলের মানচিত্রে অনেকটাই জায়গা দখল করতে পারবে দক্ষিণ দিনাজপুর জেলা।
advertisement
যে সমস্ত ট্রেন নিয়ে দাবিদাওয়া পেশ করেছেন সেগুলি হল,
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার জনগণের চিকিৎসার সুবিধার জন্য বালুরঘাট থেকে কাটপাটি (ভেলোর) পর্যন্ত একটি নতুন ট্রেন।
বালুরঘাট রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে এনে স্টেশনের আপগ্রেডেশন।
গাজোল-গুঞ্জরিয়া ভায়া ইটাহার রেল সম্প্রসারণ প্রকল্প দ্রুত অনুমোদন করা।
advertisement
প্রস্তাবিত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজে দ্রুত জমি অধিগ্রহণ করে রেলপথ নির্মাণ।
রেল প্রকল্পের দাবি পেশ রেল প্রকল্পের দাবি পেশ
বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত একটি নতুন ট্রেন চলাচল।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব।
কোচবিহার থেকে দেওঘর পর্যন্ত ভায়া মালদহ একটি নতুন ট্রেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Indian Railway: উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, একাধিক রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement