Dakshin Dinajpur News: বালুরঘাটে সরকারি ভবনে আগুন, বাতাসে রাসায়নিক মিশে তীব্র শ্বাসকষ্ট

Last Updated:

বালুরঘাটের পিএইচ‌ই অফিসে অগ্নিকাণ্ড। আগুনের জেরে রাসায়নিকের ড্রাম ফেটে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বাতাসে মিশে যাওয়ায় প্রবল শ্বাসকষ্ট শুরু হয় এলাকাবাসীর

দক্ষিণ দিনাজপুর: পিএইচই অফিসে আগুন। শনিবার দুপুরে বালুরঘাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পিএইচই অফিসে হঠাৎই আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। পাশাপাশি এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। এদিকে ওই সময় বেশ কিছু কর্মী পিএইচই অফিসে ছিলেন। তাঁরা সকলেই নিরাপদে বেরিয়ে আসেন। তবে অনেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে এসেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। বিপদ এড়াতে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, পিএইচই অফিসের পুরনো বিল্ডিংয়ের পরীক্ষাগারে ক্লোরিন, ব্লিচিং সহ একাধিক রাসায়নিক দ্রব্য ছিল। পাশাপাশি প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তুও রাখা ছিল। ফলে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই প্রবল শব্দে রাসায়নিক দ্রব্যের ড্রামগুলো হাঁটতে শুরু করে। এর ফলে বাতাসে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশে যাওয়া আশেপাশের এলাকার মানুষের শ্বাসকষ্ট শুরু হয়। বেগতিক দেখে এলাকার সমস্ত দোকান বন্ধ করে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় বালুরঘাট থানার পুলিশ। এরপরই পুলিশের পক্ষ থেকে মাস্ক পড়ে বাড়ির বাইরে বের হ‌ওয়ার জন্য মাইকিং শুরু হয়। দমকলের পক্ষ থেকে জানা গিয়েছে, মোট চারটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে এনেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বালুরঘাটে সরকারি ভবনে আগুন, বাতাসে রাসায়নিক মিশে তীব্র শ্বাসকষ্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement