শুধু প্রতিমা বানিয়েই থেমে থাকতে রাজি নন রূপালী। এই কাপড়ের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো করা হবে চার দিন ধরে। তারপর ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে। তবে রূপালি জানালেন, নাতনির আবদারের জন্য পুরনো কাপড় দিয়ে দুর্গা প্রতিমা গড়ে তোলেন। তবে দুর্গা প্রতিমা ছাড়াও তিনি তৈরি করেন মা দুর্গার চার ছেলেমেয়ে ও তাঁদের প্রিয় বাহনদের।
advertisement
আরও পড়ুন: ৩ মাস পর খুলছে ডুয়ার্স, পর্যটকদের স্বাগত জানাতে বিরাট পদক্ষেপ, কী ঘটছে জঙ্গলে!
আরও পড়ুন, ধূপগুড়িতে উড়ল সবুজ আবির! বিজেপির তাপসীকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের নির্মলের
রূপালীর কথায়, সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি কাপড় আর সুচ-সুতো নিয়েই হাতের কাজ করতে ভালোবাসেন।তাই প্রতিমার সাজসজ্জার সামগ্রী কিনতে ৫০০ টাকা খরচ করে মাত্র ১৫ দিনের মধ্যে বানিয়ে ফেলেছেন। কাপড়ের তৈরী প্রতিমাই এ বার চক্রবর্তী পরিবারে পুজো হবে বলে জানিয়েছেন তিনি।রূপালী দেবীর এমন প্রতিভার কথা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে।
সুস্মিতা গোস্বামী