Durga Puja 2023: ৩ মাস পর খুলছে ডুয়ার্স, পর্যটকদের স্বাগত জানাতে বিরাট পদক্ষেপ, কী ঘটছে জঙ্গলে!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja 2023 Travel: দুর্গাপুজো মানেই উত্তরের পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম আকর্ষণ গরুমারা জাতীয় উদ্যানে হাতির পিঠে বা হুড খোলা জিপসি গাড়িতে চেপে গভীর জঙ্গলে বন্য প্রাণী দর্শন।
জলপাইগুড়ি: সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজো। পুজো মানেই উত্তরের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণ গরুমারা জাতীয় উদ্যানে হাতির পিঠে বা হুডখোলা জিপসি গাড়িতে চেপে গভীর জঙ্গলে বন্যপ্রাণী দর্শন। যদিও আগে থেকেই পুজোর সময়ের বুকিং শুরু হয়ে যায়। এ বারও তার ব্যতিক্রম হয়নি, ইতিমধ্যেই গরুমারা-সহ অন্যান্য জঙ্গলের সরকারী লজগুলির প্রায় সবই বুক হয়ে গিয়েছে।
ডুয়ার্সের জঙ্গলে এলেই পর্যটকদের আকর্ষণ থাকে হাতি এবং জিপসি চড়ে জঙ্গল সাফারি। জানা গিয়েছে, গরুমারায় জঙ্গল সাফারির জন্য লাটাগুড়ি এলাকায় অবস্থিত বেসরকারি রিসর্টগুলিতেও চলছে আগাম বুকিং। বর্ষায় তিন মাসের জন্য জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের গরুমারা জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তার আগে হাতি সাফারির জন্য গরুমারায় আরও দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দফতর।
advertisement
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় কেমন থাকবে জেলায় আবহাওয়া, সর্বশেষ পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
সম্প্রতি জলদাপাড়া থেকে দুটি কুনকি হাতিকে গরুমারায় নিয়ে আসা হয়। ফলে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির জন্য হাতির সংখ্যা বাড়ল গরুমারা জাতীয় উদ্যানে। বন দফতর সূত্রে খবর, এখন গরুমারার পিলখানায় শাবক, মাঝ বয়সী এবং প্রাপ্ত বয়স্ক সব মিলিয়ে ২৬ কুনকি রয়েছে। নতুন দুটি কুনকি হাতি আসায় পর্যটকদের জঙ্গল সাফারির আসন সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। নতুন দুই কুনকি হাতিকে জঙ্গল পর্যটকদের জন্য খুলে গেলেই কাজে লাগানো হবে।
advertisement
advertisement
গরুমারা বন্যপ্রাণ ডিভিশনের এডিএফও জন্মেজয় পাল বলেন, “আরও দুটি কুনকি নিয়ে আসায় সাফারির সুবিধা হবে। হাতির পিঠে চেপে গভীর জঙ্গলে সাফারির পাশপাশি গরুমারা, চাপরামারি জঙ্গলের অন্যতম আকর্ষণ জিপসি গাড়ি চেপে গভীর জঙ্গলে ঘুরে হাতি, বাইসন, গণ্ডার দেখা। হাতে সময় কম, খুলছে জঙ্গল পর্যটকদের নিয়ে জঙ্গলে ছুটে বেড়ানো গাড়িগুলির পরিচর্চায় ব্যস্ত লাটাগুড়ির বিভিন্ন গ্যারাজগুলি। মোটর মেকানিক উত্তম রায় বলেন, ব্যস্ততা এখন তুঙ্গে। সকাল থেকেই জঙ্গল সাফারির জন্য গাড়িগুলির দোষ ত্রুটি খুঁজে দ্রুত মেরামত করছেন তিনি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 4:54 PM IST