বালুরঘাট ক্যানভাস আর্ট ফেয়ার এবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে নিজেদের ছবি প্রদর্শিত করেছে। দর্শকরা এসে নানা আঙ্গিকের ছবির স্বাদ আস্বাদন করছেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, এবার ৭০ টি পেইন্টিং প্রদর্শনীর জন্য জমা পড়েছিল। বালুরঘাট শহর সহ গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি, বুনিয়াদপুর সহ বিভিন্ন এলাকার চিত্রশিল্পীরা এখানে ছবি পাঠিয়েছেন। দর্শকদের কোনও ছবি পছন্দ হলে তা নির্ধারিত মূল্য দিয়ে তাঁরা কিনেও নিতে পারবেন।
advertisement
আরও পড়ুন: পুজোর দিনেও ছুটি থাকল না, বাস্তবের বিশ্বকর্মারা কর্তব্যে রইলেন অবিচল
সোমবার মন্মথ রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের ডেপুটি ডিএম নির্মিতা সাহা, বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র। মূলত পেন্সিল স্কেচ, অ্যাক্রিলিক অন ক্লথ ও ক্যানভাস, অয়েল ও চারকোল পেন্টিং-এর উপর কাজ এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে।
ফটোগ্রাফি বিভাগে স্ট্রিট, ওয়াইল্ডলাইফ, নেচার ফটোগ্রাফি, বিভিন্ন লোক উৎসব ও ধর্মীয় আচারের ছবি ফুটে উঠেছে। প্রচুর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে তাঁদের ছবি জমা দিয়েছেন। তাঁরা তাঁদের শিল্প প্রতিভা নিয়ে যথেষ্টই আশাবাদী। বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র জানান, এই উদ্যোগের ফলে প্রচুর মানুষ ছবির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এমন আয়োজন এর ফলে শহরের মানুষের মধ্যে নান্দনিকতা বোধ আরও প্রবল হয়ে উঠবে বলে তিনি জানান।
সুস্মিতা গোস্বামী