আরও পড়ুন: পুজোর আগে ঢাকের বোল উঠছে হাতে, কর্মশালায় প্রশিক্ষণ চলছে মহিলা ঢাকিদের
উল্লেখ্য, বালুরঘাট দুর্গাবাড়ি অ্যাকাডেমির উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয় আত্রেয়ীর পারে। প্রসঙ্গত, দুর্গাবাড়ি অ্যাকাডেমির ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এদিন আত্রেয়ী ঘাটে মীন উৎসবের আয়োজন করা হয়৷ এই উৎসবের মধ্য দিয়ে আত্রেয়ী নদীতে ছাড়া হয় মাছের চারা পোনা। রাইখোর, বাটা সহ অন্যান্য মাছের চারাপোনা ছাড়া হয় নদীতে৷
advertisement
মূলত নদীর বাস্তুতন্ত্র স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নিয়েছে দুর্গাবাড়ি অ্যাকাডেমি। নদীর মাছের যে অপরিহার্যতা তা ক্রমশ দিন দিন হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন নদীতে রকমারি স্বাদের মাছ পাওয়া যেত। কিন্তু এখন নদীতে জাল ফেললে বিশেষ একটা মাছ ওঠে না।
এই আত্রেয়ী নদীর জন্যই বালুরঘাটের সৌন্দর্য পরিলক্ষিত হয়। তবে সেই সৌন্দর্য ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে নদীর যে প্রাণ, নদীর বাঁচার ক্ষেত্রে মাছের অপরিহার্যতাও খুব গুরুত্বপূর্ণ।সেই বিষয়কে মাথায় রেখেই নদীর বাস্তুতন্ত্র রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বালুরঘাটের মানুষ।
সুস্মিতা গোস্বামী