North 24 Parganas News: পুজোর আগে ঢাকের বোল উঠছে হাতে, কর্মশালায় প্রশিক্ষণ চলছে মহিলা ঢাকিদের

Last Updated:

পুজো এগিয়ে আসতেই জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন মহিলা ঢাকিরা। তাঁদের ঢাকের তালে এবার মুখরিত হবে দিল্লির পুজো মণ্ডপ

+
title=

উত্তর ২৪ পরগনা: পুজোর বাকি আর মাত্র কটা দিন। দেবী বরণের প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপ, আলোকসজ্জা থেকে শুরু করে থিম সবেতেই নজর কাড়ার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। তবে গত কয়েক বছরে মহিলা ঢাকিদের চাহিদা ব্যাপক হারে যেন বৃদ্ধি পেয়েছে পুজো মণ্ডপগুলিতে। ফলে সংসার সামলে এখন মহিলারাও উৎসাহ পাচ্ছেন ঢাক কাঁধে নিয়ে বোল তুলতে। তাই বর্তমানে মহিলা ঢাকিদের প্রশিক্ষণ কর্মশালা চলছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও ডাক এসেছে মহিলা ঢাকিদের। এবার রাজধানীতে গিয়েও ঢাক বাজাবেন জেলার মহিলা ঢাকিরা।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মহিলা ঢাকিদের দেখা গেল ঢাকের তালে নিজেদের প্রস্তুতি সারতে। এই এলাকার কয়েকশো মহিলা এখন ঢাক শিল্পের উপরই নির্ভরশীল। করোনা পরিস্থিতির পর থেকে সংসার চালানো প্রায় দায় হয়ে পড়েছিল এই মহিলাদের কাছে। তাই সংসার চালাতে এই শিল্পকেই আঁকড়ে ধরে লড়াই চালাচ্ছেন তাঁরা। তাঁদের দেখে নতুন অনেক মহিলাই আসছেন এই শিল্পে। তাঁদের প্রশিক্ষণের কাজ চলছে জোরকদমে।
advertisement
advertisement
তবে আক্ষেপের সুর শোনা গেল এই সব মহিলা ঢাকিদের গলায়। এখনও তাঁরা কোনরকম সরকারি সুযোগ-সুবিধা পান না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা আবেদন করেন, যদি কোনরকম ভাবে কোন‌ও ভাতার ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। তবে বাংলার পাশাপাশি রাজধানী দিল্লি থেকে ডাক আসতেই যেন বাড়তি উৎসাহ যোগাচ্ছে প্রান্তিক এলাকার এই মহিলা ঢাকিদের।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুজোর আগে ঢাকের বোল উঠছে হাতে, কর্মশালায় প্রশিক্ষণ চলছে মহিলা ঢাকিদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement