মদনমোহন মন্দিরের দুর্গা পুজোর দুর্গা প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে যে বিশেষ নিয়ম নীতি রয়েছে সে সম্পর্কে মদনমোহন মন্দিরের রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "সমস্ত মন্দিরের প্রতিমা বিসর্জন এর পর মূল ঘট এই মন্দিরের কাঠামো মন্দিরে নিয়ে আসা হয়। এছাড়া এখানে দশমীর শেষ অঞ্জলিতে কোচবিহারের জেলাশাসক অঞ্জলি দিয়ে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ!
অঞ্জলীর পরে এখানে অপরাজিতা পুজো করা হয়। তারপর বিকেল নাগাদ দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তোর্সা নদীতে। সেখানে মাকে নৌকায় উঠিয়ে ঘোরানোর পর। তোর্সা নদীতে বিসর্জন করা হয়। তবে মায়ের কাঠামো বিসর্জনের পর আবার কাঠামো মন্দিরে নিয়ে আসা হয়। পরের বছরের পুজোতে সেই কাঠামো ব্যবহার করেই দুর্গা প্রতিমা তৈরি হয়”।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
October 05, 2022 4:38 PM IST