ঘটনার বিবরণে স্থানীয় সূত্র মারফত জানা যায়, "মূলত একটি জমি দখলকে কেন্দ্র করেই দুই পক্ষের বিবাদ শুরু হয়। এবং দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনার ফলে দুই পক্ষের মোট ৯ জন ব্যক্তি জখম হয়েছেন। এরপর স্থানীয় অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে জখমদের দ্রুত শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। তবে তারপর পরিস্থিতি খারাপদেখে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দু'জনকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।"
advertisement
আরও পড়ুন: হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে
আরও পড়ুন: ভরে উঠছে গোলা, বাড়তি লাভের আশায় বাড়িতে ধান ধরে রাখছেন শস্যভাণ্ডারের কৃষকরা
আহতদের পরিবার সূত্রে জানা যায়, "দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই জমি বিবাদ চলছে দুই পরিবারের মধ্যে। তবে এদিন প্রাথমিকভাবে বচসা শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয়ে যায়। এবং তারপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবারের একাধিক সদস্য। গোটা এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। কয়েকজন ব্যক্তি শিতলকুচির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকলেও দুজনের পরিস্থিতি খারাপ থাকার কারণে তাদের কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।"
পুলিশ সূত্রে জানতে পারা গেছে, "এদিন দুপুরে আমচমকাই দুই পরিবারের মধ্যে জমি বচসার জেরে তীব্র সংঘর্ষ শুরু হয়। শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত বারোমাসিয়া এলাকায় ঘটে এই ঘটনা। গোটা এই ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তবে থানায় এখনো পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ জমা করা হয়নি দুই পক্ষ থেকে। তবে লিখিত অভিযোগ জমা পড়ার পরেই গোটা বিষয়টি খতিয়ে দেখবে শীতলকুচি থানার পুলিশ।"
Sarthak Pandit






