মাথাভাঙা শহর সংলগ্ন পূর্ব খাটেরবাড়ির ২ এর ২২৬ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ওই বুথের দলেরই কিছু সদস্য। তাঁরা হাসিম আলিকে ওই আসনের প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ। তাই হাসিম আলিকে উচিত শিক্ষা দিতে ভোল পালটাতে দেরি করেননি বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। তাঁরা এদিন জোটবেঁধে কংগ্রেসের টিকিটে খালেদা বিবি নামে এক মহিলা প্রার্থীকে হাসিম আলির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন।
advertisement
খাইরুল হক নামে গ্রামবাসী জানান,”হাসিম আলি বহিরাগত প্রার্থী। তিনি পাশের বুথের বাসিন্দা। তাঁর ভাবমূর্তিও স্বচ্ছ নয়। তাই এখানকার প্রার্থী হিসাবে তাঁকে মেনে নিতে পারছেন না তাঁরা। তাই ওই আসনে কংগ্রেস প্রার্থীই জিতবেন বলে আশাবাদী তাঁরা।” যদিও এই বিষয়ে হাসিম আলির জানান,”এলাকার কিছু ব্যক্তি ভোট এলেই হয় কংগ্রেস না হয় সিপিএমের সঙ্গে হাত মেলান। ভোটের পরে কোনও না কোনও নেতার হাত ধরে তৃণমূল দলে ভিড়ে যান। দলের পতাকা ব্যবহার করে তোলাবাজিও করে তাঁরা। এবারও তাই হয়েছে। পাশের বুথের তৃণমূলেরই এক নেতার মদতে এমনটা হয়েছে।” তবে এতে তাঁর ক্ষতি হবে না। তিনিই ভোটে জিতবেন বলে সাফ জানিয়ে দেন হাসিম আলি।
Sarthak Pandit