TRENDING:

WB Panchayat Election 2023: প্রার্থী পছন্দ না হওয়ায় শাসকের গোষ্ঠী কোন্দল! মাথাভাঙায় তৃণমূলের কার্যালয় হয়ে গেল কংগ্রেসের

Last Updated:

তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ায় দলেরই কিছু সদস্য ক্ষুব্ধ হয়ে তৃণমূলের স্থানীয় কার্যালয়টিও পরিবর্তন করে দেন। কার্যালয়ে লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকা ও ব্যানার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: ছিল তৃণমূলের কার্যালয়, হয়ে গেল কংগ্রেসের। মুহূর্তের মধ্যেই বদলে গেল ছবি। সৌজন্যে এবারের পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ায় দলেরই কিছু সদস্য ক্ষুব্ধ হয়ে ওই আসনে কংগ্রেসের একজন প্রার্থীকে দাঁড় করিয়ে দেন। তৃণমূলের স্থানীয় কার্যালয়টিও পরিবর্তন করে দেন তাঁরা। কার্যালয়ে লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকা ও ব্যানার। মাথাভাঙা ১ নং ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি এলাকায় এই চিত্র দেখা গেল। মনোনয়ন পর্ব শেষ না হতেই এমন ঘটনা প্রকাশ্যে আসায় চাপা গুঞ্জন শুরু হয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে।
advertisement

মাথাভাঙা শহর সংলগ্ন পূর্ব খাটেরবাড়ির ২ এর ২২৬ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ওই বুথের দলেরই কিছু সদস্য। তাঁরা হাসিম আলিকে ওই আসনের প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ। তাই হাসিম আলিকে উচিত শিক্ষা দিতে ভোল পালটাতে দেরি করেননি বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। তাঁরা এদিন জোটবেঁধে কংগ্রেসের টিকিটে খালেদা বিবি নামে এক মহিলা প্রার্থীকে হাসিম আলির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন।

advertisement

আরও পড়ুনঃ WB Panchayat Election 2023: মনোনয়নের শেষ দিনেও ‘যুদ্ধক্ষেত্র’ ভাঙড়, মুহূর্মুহু বোমাবাজি, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, শিউরে ওঠা ভিডিও

খাইরুল হক নামে গ্রামবাসী জানান,”হাসিম আলি বহিরাগত প্রার্থী। তিনি পাশের বুথের বাসিন্দা। তাঁর ভাবমূর্তিও স্বচ্ছ নয়। তাই এখানকার প্রার্থী হিসাবে তাঁকে মেনে নিতে পারছেন না তাঁরা। তাই ওই আসনে কংগ্রেস প্রার্থীই জিতবেন বলে আশাবাদী তাঁরা।” যদিও এই বিষয়ে হাসিম আলির জানান,”এলাকার কিছু ব্যক্তি ভোট এলেই হয় কংগ্রেস না হয় সিপিএমের সঙ্গে হাত মেলান। ভোটের পরে কোনও না কোনও নেতার হাত ধরে তৃণমূল দলে ভিড়ে যান। দলের পতাকা ব্যবহার করে তোলাবাজিও করে তাঁরা। এবারও তাই হয়েছে। পাশের বুথের তৃণমূলেরই এক নেতার মদতে এমনটা হয়েছে।” তবে এতে তাঁর ক্ষতি হবে না। তিনিই ভোটে জিতবেন বলে সাফ জানিয়ে দেন হাসিম আলি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
WB Panchayat Election 2023: প্রার্থী পছন্দ না হওয়ায় শাসকের গোষ্ঠী কোন্দল! মাথাভাঙায় তৃণমূলের কার্যালয় হয়ে গেল কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল