আরও পড়ুন: প্রতি জেলার কুটিরশিল্প উঠে আসবে মালদহের এই দুর্গা-মণ্ডপে
কোচবিহার জেলা শহরের প্রায় মধ্যিখানে অবস্থিত সদর শহরের কুমোরটুলি। এখন থেকেই শহরের প্রায় সমস্ত জায়গার বিভিন্ন পুজোর প্রতিমা যায়। এখানকার এক প্রতিমা শিল্পী পুলক পাল জানান, প্রতিবছরের মতো এবছরও সারাদিন খেটে মূর্তি তৈরির করে চলছেন। তবে এবার আকাশ এখনও পরিষ্কার আছে। তাই কাজ করতে বেশ সুবিধা হচ্ছে। এই বছর অর্ডার অনেক বেশি। তাই ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০ টি ঠাকুর বানিয়েছেন তাঁরা।
advertisement
কোচবিহারে বিভিন্ন কুমোরটুলি গুলিতে কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। এখন খালি প্রতিমা রং করার কাজ বাকি। বিগত কয়েক বছরে সব সময় বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টি হয়েছে। ঠিক সেই কারণে শিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এবছর চড়া রোদ থাকায় কাজ করতে সুবিধা হচ্ছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যেও আবহাওয়া এবারে কোচবিহারের প্রতিমা শিল্পীদের সহায়ক হয়েছে।
সার্থক পণ্ডিত





